বাংলাহান্ট ডেস্ক : বিচ্ছেদ হয়েছে নাকি হয়নি, বিগত দুদিন ধরে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে টেলিপাড়া তথা সমাজ মাধ্যমে। শনিবার আচমকাই বোমা ফাটিয়েছিলেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) স্ত্রী পৃথা চক্রবর্তী। আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। অফিশিয়ালি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে আগামীতে ভালো বন্ধু থাকবেন। দুদিন বিষয়টিকে নেহাত ‘প্র্যাঙ্ক’ বলে দাবি করার পর শেষমেষ মুখ খুললেন সুদীপ (Sudip Mukherjee)। জানিয়ে দিলেন, কোনো মজা নয়। বাস্তবেই ডিভোর্স হয়েছে তাঁদের।
বিচ্ছেদের কথা স্বীকার করলেন সুদীপ (Sudip Mukherjee) পৃথা
আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে সুদীপ (Sudip Mukherjee) জানান, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে এটাই সত্যি। লোকানোর চেষ্টা তিনি করেছিলেন প্রথমে। কিন্তু পৃথা সবটা ফাঁস করে দেন। অভিনেতা বলেন, তিনি ভাবতে পারেননি যে তাঁর স্ত্রী তাঁকে না জানিয়ে এমনটা করবেন। সুদীপ (Sudip Mukherjee) আরো বলেন, তাঁদের বিচ্ছেদ হয়েছে ঠিকই, তবে দুই ছেলের কথা ভেবে আগামীতে একত্রবাস করবেন তাঁরা।
কী জানালেন অভিনেতা: বিগত বেশ কিছুদিন ধরেই সুদীপ (Sudip Mukherjee) পৃথার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে কিছু একটা ঘটেছে বলে আন্দাজ করছিলেন নেটিজেনরা। কিন্তু তাঁরা যে হঠাৎ আলাদা হয়ে যাবেন তা কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। এমনটা কেন হল? সুদীপ (Sudip Mukherjee) বলেন, পৃথা তাঁর দুই সন্তানের মা। তাঁকে নিয়ে কোনো কটুক্তি করতে চান না তিনি। সোশ্যাল মিডিয়াতেও অনেক কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে পৃথাকে। অভিনেতা জানান, আপাতত দুই ছেলেকে নিয়ে নিজের বাবা মায়ের কাছে গিয়ে রয়েছেন পৃথা।
আরো পড়ুন : ৭ বছর পর আবারও ফিরল মারণ রোগ, দ্বিতীয় বার স্তন ক্যান্সারে আক্রান্ত আয়ুষ্মান জায়া তাহিরা
কেন হল বিচ্ছেদ: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পৃথা লেখেন, ‘তার নতুন প্রেমিকা কখনোই নতুন ছিল না। আপনিই শুধু জানতেন না’। পরকীয়ার গুঞ্জন উঠতেই তড়িঘড়ি পৃথা বলেন, এটা মজা ছিল আর মজা হিসেবেই যেন দেখা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি কোনো তৃতীয় ব্যক্তিই তাঁদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল? উত্তর মেলেনি এখনো।
আরো পড়ুন : ৬০ এর দোরগোড়ায় এসে বোমা ফেললেন কিং খান, শাহরুখের সন্তানের মা হচ্ছেন দীপিকা!
উল্লেখ্য, এটা সুদীপের (Sudip Mukherjee) দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতার। কিন্তু আট বছরে ভেঙে (Divorce) যায় দাম্পত্য জীবন। ২০১৩ সালে দুজনে আলাদা হয়ে যান। ২০১৫ তে পৃথাকে বিয়ে করেন সুদীপ। দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরের। কিন্তু তা কখনও নিজেদের ভালোবাসার মাঝে আসতে দেননি তাঁরা। দশ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যাচ্ছেন সুদীপ পৃথা।