খিস্তি শুনে ভিডিও থেকে টাকা কামিয়েছেন রূপঙ্কর! ক্ষমা চাওয়ার ধরণ দেখে তুলোধনা করলেন সুদীপ মুখোপাধ‍্যায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কেকে কে ‘অবমাননা’ করে বিতর্ক তৈরি করেছিলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। বলিউড গায়কের মৃত‍্যুর প‍র থেকে গত কয়েকদিন চরম অশান্তির মধ‍্যে কাটানোর পর অবশেষে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়েছেন রূপঙ্কর। প্রয়াত কেকের পরিবারের কাছেও সর্বসমক্ষে ক্ষমা প্রার্থনা করেছেন।

কিন্তু ক্ষোভ এতটুকুও স্তিমিত হয়নি নেটনাগরিকদের। অবশ‍্য শুধু নেটিজেনরাই নন। অনেক শিল্পীও এখনো পর্যন্ত ক্ষুব্ধ রূপঙ্করের উপরে। বিশেষ করে তাঁর ক্ষমা চাওয়ার ধরণ কতকগুলি প্রশ্ন তুলে দিয়েছে অনেকের মনে। তাঁদের মধ‍্যে একজন হলেন অভিনেতা সুদীপ মুখোপাধ‍্যায় (Sudip Mukherjee)।


এর আগে রূপঙ্করের বিতর্কিত মন্তব‍্যের পর ভিডিও বার্তায় নিজের মতামত রেখেছিলেন তিনি। সম্প্রতি জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক ক্ষমা চাওয়ার পর আবারো একটি ভিডিও শেয়ার করলেন সুদীপ। প্রশ্ন ছুঁড়ে দিলেন, যে বিবৃতি পাঠ করে রূপঙ্কর ক্ষমা চাইলেন, সেটা মন থেকে চেয়েছেন তো?

সুদীপ লক্ষ‍্য করেছেন, এত যে ঢাক ঢোল পিটিয়ে ক্ষমা প্রার্থনা করলেন রূপঙ্কর, একবারের জন‍্যও কি তিনি স্বীকার করেছেন যে তিনি ‘ভুল’ করেছেন? বরং তিনি বারবার বলেছেন যে, তিনি যা বলতে চেয়েছেন মানুষ সেটা বুঝতেই পারেননি। বাঙালি আবেগটাকেই উসকে দিতে চেয়েছিলেন বলে দাবি করেছেন রূপঙ্কর।


এরপরেই সুদীপের কটাক্ষ, “আমরা বাঙালিরা এতটাই বোকা গাধা যে ওঁর বক্তব‍্য আমরা বুঝতে পারিনি।” এখানেই না থেমে সুদীপ আরো বলেছেন, রূপঙ্কর যে ভিডিওটি বানিয়েছিলেন কেকে কে নিয়ে সেটিতে দু আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। কয়েকজন ছাড়া সবাই ‘খিস্তি’ দিয়েছে। আর সেই ‘খিস্তি’ শুনেই পয়সা রোজগার করেছেন রূপঙ্কর! নয়তো ভিডিওটি আগেই ডিলিট করতে পারতেন রূপঙ্কর। ক্ষমা চাওয়ার দিন পর্যন্ত বসে থাকতেন না।

এর আগেও ভিডিও বানিয়ে রূপঙ্করকে কার্যত তুলোধনা করেছিলেন সুদীপ। এমনকি তাঁর ‘মানসিক সমস‍্যা’ রয়েছে বলেও কটাক্ষ করেছিলেন অভিনেতা। শুধু গান নয়, রূপঙ্করের অভিনয় নিয়েও ট্রোল করেছিলেন সুদীপ।

সম্পর্কিত খবর

X