বিপ্লবের গড়ে শোরগোল, চাকরির পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে জল্পনা বাড়ালেন বিজেপি বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে টার্গেট পয়েন্টে রয়েছে ত্রিপুরা (tripura)। পাখির চোখ করে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠায় আপ্রাণ লড়াই জারী রেখেছে তৃণমূল শিবির, আর অন্যদিকে এক চুলও জমি ছাড়তে নারাজ বিজেপি শিবির। কিন্তু এরই মধ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (biplab deb) আক্রমণ করলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন (sudip roy barman)।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিধায়ক সুদীপ রায় বর্মন, দুজনেই গেরুয়া শিবিরের হলেও, তাঁদের মধ্যেকার এই দ্বন্ধ দল ভাঙনের ধোঁয়াশাকে আরও প্রগাঢ় করে তুলছে। বৃহস্পতিবার সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। যা ঘিরেই জল্পনা শুরু।

   

https://www.facebook.com/SRBTripura/posts/1045753922831405

স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে উদ্যোগ নিয়েছে তার বিধিমালা নিয়ে পরীক্ষার্থী মহলে বিভিন্ন অভিযোগ উঠায় এনিয়ে পরীক্ষার স্বচ্ছতা প্রশ্নচিহ্নের মুখে এসে দাড়িয়েছে। বিশেষ করে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে স্থানীয় ভাষা হিসেবে বাংলা ও ককবরক বাধ্যতামূলক হওয়া যুক্তি সঙ্গত; তবে কোনভাবেই ইংরেজি স্থানীয় ভাষার মর্যাদা পেতে পারে না।’। পাশাপাশি এই পরীক্ষার সিলেবাস এবং আরও বেশকিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক।

বিজেপি বিধায়কের এই পোস্ট দেখে মুখ্যমন্ত্রী বিল্পব দেবকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটারে তিনি লেখেন, ‘Tripura: সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মণের পোস্ট। কী অবস্থা! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই। পোস্ট করতে হয়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর