মাত্র ১ সপ্তাহেই কীভাবে জীবন বরবাদ আফগানিদের, ৬টি ছবিতেই খুলে যাচ্ছে তালিবানের মুখোশ

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে আফগানিস্তানের মানুষের জীবন বদলে গেল। যখন থেকে দেশে তালিবানরা ক্ষমতায় এসেছে, তখন থেকেই আফগানিদের দুঃখের মুহূর্ত শুরু হয়েছে। আর আফগানিদের চরম দুর্দশার কাহিনী বয়ান করছে কয়েকটি ছবি। এই ছবিগুলি আপনাকে কাঁদিয়ে দেবে।

taliban 1 2

যেই মানুষদের নিজর দেশ ছিল আফগানিস্তান, আজ তাঁরাই সেখানে শরণার্থীর মতো জীবনযাপন করছে। তাঁরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে শরণ নেওয়ার জন্য আকুল হয়ে উঠেছে। কারণ একটাই, সেটা হল … তালিবানরা তাঁদের দেশকে আর বসবাসের মতো ছাড়েনি।

taliban 1 3

এই ছবি সেই আতঙ্কের, যার থেকে বাঁচতে মানুষ মরতে পর্যন্ত রাজি, কিন্তু আফগানিস্তানে থাকতে রাজি নয়। কোনওমতে বিমানবন্দরে পৌঁছে আমেরিকা, ব্রিটেনের বিমানের ছাদে-ডানায় উঠে ঝুলে ঝুলে আফগানিস্তান ছেড়ে যেতে চায়। মর্মান্তিক এই দৃশ্য গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

taliban 1 4

সেই বাচ্চা, যে কী হচ্ছে, কেন হচ্ছে, কিছুই জানে না। কিন্তু এই দুঃখ ভোগ করতে বাধ্য। কারও বাবা-মা হারিয়ে গিয়েছে, আবার কারও বাবামা মারা গিয়েছে। বাচ্চাদের চোখের জল মানবতাকে পর্যন্ত কাঁদিয়ে দিয়েছে।

kabul 5

এই বাচ্চাটি সিরিয়ার অ্যালান কুর্দির কথা মনে করিয়ে দিচ্ছে। ফলের ঝুড়িতে রাখা এই বাচ্চাটি কোনও কঠোর মানুষের চোখেও জল এনে দিতে পারে। এই দুধের শিশু বর্তমান পরিস্থিতি আর সন্ত্রাসের ব্যথা জীবন শুরু করার আগেই সহ্য করছে।

taliban 1

তালিবানের শাসনে শুধু দুটিই নিয়ম রয়েছে। যারা দেশে থাকতে চায় তাঁদের ওঁদের নিয়মমাফিক থাকতে পারলে ভালো, নাহলে গেল। আর যারা ওঁদের নিয়ম অনুযায়ী থাকতে চায় না, তাঁদের মৃত্যুর ব্যবস্থা তালিবানিরা নিজেরাই করে দেবে। যারা বিদেশি সেনাদের সাহায্য করেছে, যারা তালিবানদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে লিখেছে তালিবানরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর