ভবিষ‍্যতের রকস্টার! তিন বছর বয়সেই গিটার হাতে কেরামতি দেখাচ্ছে সুদীপা-পুত্র আদিদেব

বাংলাহান্ট ডেস্ক: বয়স সবে তিন বছর। এর মধ‍্যেই একের পর এক কামাল করে চলেছে আদিদেব চট্টোপাধ‍্যায় (aadidev chatterjee)। ‘রান্নাঘ‍রের রাণী’ সুদীপা চট্টোপাধ‍্যায়ের (sudipa chatterjee) একরত্তি ছেলে সে। ইতিমধ‍্যেই মায়ের কুকিং শো তে এসে আধো আধো গলায় কথা বলে আর ম‍্যাজিক পমফ্রেট রেঁধে সে সবার মন জয় করে নিয়েছে। আর এবারে গিটারে সুর তুলে ফের চমক দেখালো ছোট্ট আদিদেব।

মাত্র তিন বছর বয়সেই গিটার নিয়ে দুলে দুলে বাজাচ্ছে আদিদেব। সুযোগ পেলে একটু নেচেও নিচ্ছে। ছেলের কাণ্ডকারখানা ক‍্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি সুদীপা। সঙ্গে ব‍্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন উদিত নারায়ণের কণ্ঠে ‘পাপা কহতে হ‍্যায় বড়া নাম করেগা’। পেছনে দেখা মিলল আদিদেবের ‘পাপা’ অগ্নিদেব চট্টোপাধ‍্যায়েরও। তিনি অবশ‍্য চা খেতে ব‍্যস্ত। মাঝে মাঝে মা ছেলের কাণ্ডকারখানা জরিপ করতেও দেখা গেল তাঁকে।

IMG 20211216 012225
ছেলের ছবি, ভিডিও মাঝেমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন সুদীপা। আর শেয়ার করা মাত্র সুপারহিট। মাস খানেক আগে তিনে পা দিয়েছে আদিদেব। কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিয়েছিলেন সুদীপা। ভাত, আলু, বেগুন, মাছ সহযোগে পাঁচ রকম ভাজা, মাছ, মাংস আয়োজনে কমতি ছিল না কিছুরই। রজনীগন্ধার মালা দিয়ে থালা সাজিয়েছিলেন ‘রান্নাঘরের রাণী’। তবে এতশত খাবারের মধ‍্যে আগে প্রিয় বেগুন ভাজার দিকেই নজর গিয়েছে ছোট্ট আদির। থালা থেকে তুলেই সোজা মুখে চালান।

https://www.instagram.com/reel/CXVQYbrhfpS/?utm_medium=copy_link

সন্ধ‍্যাবেলায় আদিদেবের জন‍্য আনা হয়েছিল বিশেষ থিমড কেক। হালকা নীল রঙা কেকের উপরে বানানো একটি ছোট্ট টেডি বিয়ার। মা যতক্ষণে কেক কাটছে ততক্ষণে কেক খাওয়াও হয়ে গিয়েছে আদির। নীল প্রিন্টেড টিশার্ট ও লাল প‍্যান্টে সেজেছিল বার্থডে বয়। বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ মজা করেই কেক কেটেছে সে।

Niranjana Nag

সম্পর্কিত খবর