তৃণমূল নেতার সঙ্গে বিয়ে, অতিথি আবার মুখ্যমন্ত্রী! রাতে ঘুম ভেঙে যাচ্ছে সুদীপ্তার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এতদিন সিরিয়ালে অন্যের ঘর ভেঙে এসেছেন। এবার বাস্তবে নিজের ঘর বাঁধতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। আগামী ১ লা মে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ‘সোহাগ জল’ সিরিয়ালের শুটিং সামলে বিয়ের গোছগাছ করছেন সুদীপ্তা। তার মধ্যেই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁর।

অভিনেত্রী জানান, আগামী ২০-২১ এপ্রিলের পর থেকে বিয়ের ছুটি নেবেন তিনি। বিয়েতে সম্পূর্ণ বাঙালি সাজে সাজবেন তিনি। সমস্ত নিয়ম, রীতি মেনেই হবে বিয়ে। সেই মতো লাল টুকটুকে বেনারসী আগেভাগেই কিনে রেখেছেন তিনি। এখন তত্ত্বে পাঠানোর জিনিসপত্র কেনা চলছে টুকটাক।

sudipta banerjee

সুদীপ্তার নিজের অবশ্য অনেক কিছু কেনাকাটা বাকি। কবে তত্ত্ব সাজানো শুরু হবে, নিজেরও বিয়ের আগে ট্রিটমেন্ট বাকি রয়েছে। সেসব কবে করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না সুদীপ্তা। সায়েন্স সিটির পেছনের গ্রাউন্ডে বলিউডি ধাঁচে বসবে বিয়ের আসর। আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন বিয়েতে।

এছাড়াও আরো এক বিশেষ অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে বিয়েতে। তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী জানান, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। তবে তিনি নিশ্চিত আসবেন কিনা তা বলা যাচ্ছে না এখনি।

সব মিলিয়ে ভালোই চাপে রয়েছেন পর্দার বেণী বৌদি। আর মাত্র তিন সপ্তাহ বাকি, এটা ভেবেই চিন্তা দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাঁর। অভিনেত্রী বলেন, আগে বিয়ে নিয়ে উত্তেজিত ছিলেন তিনি। আর এখন এতটাই টেনশন হচ্ছে যে রাতে ঘুম ভেঙে যাচ্ছে সুদীপ্তার।

সম্পর্কিত খবর

X