মরশুমের প্রথম বিয়ে, দীর্ঘ প্রেমপর্বের পর সাত পাকে বাঁধা পড়লেন ‘বাহা’ সুদীপ্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছর পড়তেই শুরু বিয়ের মরশুম। আর মরশুমের প্রথম তারিখটাই নিজের জন্য বুক করে রেখেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। গত বছর বাগদান সেরে রেখেছিলেন, আর এবারে সামাজিক ভাবে বিয়েটাও সেরে ফেললেন তিনি। পর্দার ‘বাহা’র বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা। দর্শকদের কাছে অবশ্য তিনি বাহা নামেই বেশি পরিচিত। ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। সেই বাহার বাগদানের ছবি দেখেই অপেক্ষায় দিন গোনা শুরু করেছিলেন অনুরাগীরা। অবশেষে এসেই গেল সেই দিন।

sudipta chakraborty

গত ১৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সুদীপ্তা। পাত্রকেও চিনবেন অনেকেই। তিনি স্বর্ণ শেখর জোয়ারদার। পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকাচ্ছেন। নৈহাটিতে বসেছিল তাঁদের বিয়ের আসর। লাল বেনারসী আর সোনার গয়নায় টুকটুকে বউ সেজেছিলেন সুদীপ্তা। অন্যদিকে লাল পাঞ্জাবি আর লাল পাড়ের সাদা ধুতিতে সেজেছিলেন স্বর্ণ শেখর।

স্বর্ণ শেখরের বাবা অর্থাৎ শ্বশুর মশাইয়ের হাত ধরেই অভিনয়ে এসেছিলেন সুদীপ্তা। তখন থেকেই সম্পর্ক স্বর্ণশেখরের সঙ্গে। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে সারলেন তাঁরা। ভাইরাল ছবিগুলিতে উপচে পড়েছে কমেন্টের ঢল।

প্রসঙ্গত, বহুদিন ধরেই একসঙ্গে রয়েছেন তাঁরা। লুকিয়ে চুরিয়ে নয়, সম্পর্কটা বরাবর প্রকাশ‍্যেই রেখেছেন তাঁরা। সোশ‍্যাল মিডিয়ায় সুদীপ্তা স্বর্ণর একাধিক ছবি, ভিডিও রয়েছে। পাশাপাশি একসঙ্গে একটি ইউটিউব চ‍্যানেলও চালান তাঁরা। লকডাউনের সময় একসঙ্গে বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছিলেন সুদীপ্তা এবং স্বর্ণ শেখর।

সম্পর্কিত খবর

X