গভীর রাতে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, খুনের অভিযোগ তুলে বিস্ফোরক সুজন

বাংলা হান্ট ডেস্কঃ রাতের অন্ধকারে সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) মৃত্যুর ঘটনা ঘিরে উত্তাল কোচবিহার (Coochbehar)। অভিযোগ, পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পরে গেছে গোটা এলাকায়। এরই মধ্যে এ বার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে সরব বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

ঠিক কী ঘটেছিল? সোমবার মধ্যরাতে হতাশাজনক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শাহিনুর সরকার (৩৬)। গভীর রাতে দক্ষিণ বড় হলদিবাড়ির ভাওলাগঞ্জ এলাকায় একটি বিকল পুলিশের গাড়ির লাইট ঠিক করছিলেন শাহিনুর। সেসময়ই অন্যদিক থেকে কর্তব্যরত আরেকটি পুলিশ ভ্যান এসে তাঁকে ধাক্কা মারে। এরপর তড়িঘড়ি তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

সিভিক ভলান্টিয়ার মৃত্যুর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন বাম নেতা সুজন চক্রবর্তী। কোচবিহারে গিয়ে তিনি অভিযোগ তোলেন, মৃত ওই সিভিক ভলান্টিয়ারকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। অভিযোগ, এই ঘটনায় পুলিশের হাত থাকতে পারে। এরপরই ঘটনা ঘিরে দানা বেঁধেছে জোর রহস্য। শুধু বাম নেতাই নয়, এই একই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে মৃতের পরিবারের লোকেরাও।

sujan

এ দিন ভলান্টিয়ারের মৃত্যুর তদন্তের দাবিতে পথ অবরোধে শামিল হলেন মৃত সিভিক ভলান্টিয়ারের প্রতিবেশীরা। মঙ্গলবার সকাল থেকে হলদিবাড়ি-মেখলিগঞ্জ রাজ্য সড়কের আঙুলদেখা এলাকায় চলে অবরোধ। অবরোধের জেরে আটকে পরে বহু যানবাহন। পরে স্থানীয় এসডিপিও পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিঁনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর