সুজিতকে চ্যালেঞ্জ করলো বিজেপি,শক্তি পরীক্ষায় লেকটাউনে

Published On:

বাংলাহান্ট– দিলীপ ঘোষের উপর গত রবিবার সকাল বেলায় হামলা করে তৃণমূলের লোকেরা এমনটাই অভিযোগ বিজেপির ।

এই হামলার প্রতিবাদে আজ প্রায় ছয় দিন বাদে ধিক্কার মিছিল আয়োজন করলো উত্তর শহরতলী জেলা বিজেপি কমিটি। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কিশোর কর , জেলা সম্পাদক সোমনাথ ভট্টাচার্য সহ এক ঝাঁক বিজেপি নেতারা।

এই মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মীরা লেকটাউনে দক্ষিনদারি থেকে লেকটাউন থানা পর্যন্ত ধিক্কার মিছিল করে। এরপর লেকটাউন থানায় ডেপুটেশন দেওয়া হয়। বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষের উপর আক্রমণের কড়া ভাষায় নিন্দা প্রস্তাব আনা হয়েছে।

লেকটাউন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোসের খাসতালুক বলে পরিচিত।

সেখানে কয়েক হাজার বিজেপি কর্মীরা দাপিয়ে ধিক্কার মিছিল করায় বিজেপি যে এখন তৃণমূলের চোখে চোখ রেখে রাজনীতি করছে বলাবাহুল্য।

X