‘কালিঘাটে কমিশন দেয়নি, তাই তাপসকে পাপোশ করে দিয়েছে তৃণমূল’, নজিরবিহীন কটাক্ষ সুকান্তর

বাংলা হান্ট ডেস্ক : তাপস সাহাকে (Tapas Saha) নিয়ে বেজায় বিপাকে তৃণমূল কংগ্রেস (TMC)। সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের পর দলের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস (Tapas Saha)। তেহট্টের তৃণমূল বিধায়ক অভিযোগের সুরে বলেছেন, ‘কেউ খোঁজ নিচ্ছে না। লড়াই করেই আজকে আমি আমি এই জায়গায়। সারা জীবন চোয়াল শক্ত করেই চলব।’

এরপরই এই প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বালুরঘাটের সাংসদ বলেন, ‘এটাই হল তৃণমূল। যখন কালীঘাটে কমিশন পাঠাতেন তখন তাপস ছিলেন সুবোধ বালক। আর যেই সিবিআই গেছে ওমনি তিনি তাপস থেকে পাপোশ হয়ে গিয়েছেন!’

tmc tapas saha

তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দমকলে নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে তাপস বলেছেন, ‘আমি প্রতারিত হয়েছি। আমি কাউকে প্রতারিত করিনি।’

তাপস আগে ছিলেন পলাশিপাড়ার বিধায়ক। একুশের ভোটে তাঁর কেন্দ্র বদল করে তেহট্টে পাঠায় তৃণমূল। পলাশিপাড়ায় দাঁড় করানো হয় মানিক ভট্টাচার্যকে। মানিক এখন শিক্ষ নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। আবার তাপসের প্রাক্তন আপ্তসয়াহক প্রবীর কয়াল অকপটেই বলেন, টাকা তোলা এবং কমিশন পাওয়ার কথা।

শুক্রবার এই প্রবীর কয়ালের হাওড়ার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। শনিবার তেহট্টের অট্টালিকায় পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সি। প্রবীরের বক্তব্য, ‘আমি তাপস সাহার কথায় অনেক জায়গা থেকে টাকা তুলেছি। তার পরিমাণ হবে কয়েক কোটি। তিনি আমায় কমিশন দেবেন বলেছিলেন। তবে নগদ টাকা নিইনি। আমায় একটা বাড়ি উনি করে দিয়েছেন।’

Sudipto

সম্পর্কিত খবর