NEET পাশ না করেই ডাক্তারি পড়ছেন শান্তনুকন্যা! সুকান্ত মজুমদারের দাবি নিয়ে মুখ খুললেন TMC সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাড়িয়ে নেতা-মন্ত্রীদের টুইট দ্বন্দ্ব সর্বদা চলতেই থাকে। টুইট, তারপর তার উত্তরে পাল্টা টুইট। এ কোনো নতুন ঘটনা নয়। রবিবার দুপুরে ঠিক এমনই এক টুইট দ্বন্ধে জড়ালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ( Santanu Sen) ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদিন হটাৎই টুইট (Tweet ) করে শান্তনু সেনের মেয়ে সৌমিলির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির সুকান্ত মজুমদার। NEET পাশ ছাড়াই ডাক্তারি পড়ছেন শান্তনু কন্যা, তৃণমূল সাংসদের মেয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুধু তাই নয়, সেখানে তিনি আরও দাবি করেন, ভরতির ফর্মে তথ্য গোপনের অপরাধও করেছেন শান্তনু কন্যা। বিরোধী দলের সভাপতি টুইটে দাবি করেন, বাবার আয় গোপন করেছিলেন সৌমিলি। এরপরই প্রশ্ন ছুঁড়ে দিয়ে আক্রমণ করেন, কীভাবে NEET পরীক্ষায় পাস না করেই ডাক্তারি পড়ছেন শান্তনু কন্যা?

তবে চুপ থাকেননি তৃণমূল সাংসদও। রাজ্য সভাপতির এই টুইটের কিছুক্ষণের মধ্যেই মেয়ের তিনটি শংসাপত্র টুইট করে  তার পাল্টা  জবাব দেন তৃণমূল সাংসদ সাংসদ শান্তনু সেন। টুইটে তিনি লেখেন, ‘রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। ও বরাবরই খুব মেধাবী। NEET পাশ না করলে কেউ এমবিবিএস-এ ভরতি হতে পারে না।’ পাশাপাশি সেই টুইটে রাজ্য সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু সেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর