‘ফালতু কথা বলার জন্য আছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি?’ রাজ্যপালের জবাবের পাল্টা দিলেন TMC সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ আবারও তুঙ্গে রাজ্য- রাজ্যপাল সংঘাত। সোমবার বিকেলেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ‘হাওয়ালা কাণ্ডের চার্জশিটে তাঁর নাম থাকার পরও, কেন্দ্র কেন রেখেছে তাঁকে? পরে আদালতের নির্দেশে ওনার নাম সরিয়ে নেওয়া হয়েছে’।

সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দেন রাজ্যপাল। তিনি বলেন, ‘কোন চার্জশিটের কথা বলছেন মুখ্যমন্ত্রী? কোন কেসে রাজ্যপালের নাম রয়েছে? কোনও চার্জশিটে রাজ্যপালের নাম নেই। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মিথ্যা বলছেন’।

   

Sukhendu Sekhar Roy

রাজ্যপালের জবাবের উত্তর দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ফালতু কথা বলার জন্য আছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? গত ২৫ বছর ধরে রাজনীতি করছেন। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ৪ বার এবং বর্তমানে ১০ বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রীও রয়েছেন। সবজায়গায় শুধু পদ্মফুলের গন্ধ আছে, এমনটা ভাবারও কোন কারণ নেই’।

তিনি রাজ্যপালকে আক্রমণ করে আরও বলেন, ‘হাওয়ালা চার্জশিটে নিজের নাম ছিল না বলে দাবি করছেন রাজ্যপাল। এটা তো প্রায় ৩০ বছর আগের ঘটনা। তাহলে এখন সবকিছু বের করে খতিয়ে দেখতে হবে। হাওয়ালা চার্জশিটে তাঁর নাম নেই দাবি করলেও, রাজ্যপাল এটা তো বলেননি যে জৈন হাওয়ালা মামলায় তাঁর নাম নেই। জৈন ডায়েরিতে ওনার নাম ছিল কিনা, তা তো বলেননি। ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে অর্ধসত্য বলেছেন রাজ্যপাল’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর