বহাল রইল বিচার বিভাগীয় হেফাজত! আরও ২ মাস তিহাড়েই কাটাবেন কেষ্টকন্যা সুকন্যা

বাংলা হান্ট ডেস্ক : শিকে ছিঁড়ল না ভাগ্যে। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) আরও দু’মাস তিহাড় সংশোধনাগারে (Tihar Jail) কাটাতে হবে অনুব্রতকন্যা (Anubrata Mandal) সুকন্যাকে। শুক্রবার তাঁর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দু’মাস বাড়িয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বেঞ্চ।

গরুপাচার মামলায় কিছুদিন আগেই চার্জশিট পেশ করেছে সিবিআই। যাতে অনুব্রত, মণীশ কোঠারি, সায়গল হোসেনের মতো নাম রয়েছে সুকন্যারও (Sukanya Mandal)। সেই চার্জশিটের ভিত্তিতে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন তদন্তকারী সংস্থার। এই যুক্তিতে আগেই অনুব্রত মণ্ডল ও অন্যান্যদের ১২ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার সুকন্যা এবং অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদও ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল রাউস অ্যাভিনিউ কোর্ট।

ukn

গরু পাচার মামলায় আর্থিক তছরূপে অভিযুক্ত সকলেই এখন তিহাড় জেলে রয়েছেন। বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল-সহ এই মামলার অন্যান্য অভিযুক্তরা রয়েছেন ৭ নং ব্লকে। তবে সুকন্যাকে রাখা হয়েছে মহিলা ব্লকে।

জানা যাচ্ছে, আরও দু’মাস তিহাড় জেলের মহিলা ব্লকই ঠিকানা হতে চলেছে সুকন্যার। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুকন্যার তরফে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি হবে আগামী ২৬ মে।

গরু পাচার মামলায় গত ২৬ এপ্রিল সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি (ED)। তারপর দিন কয়েক তিনি ছিলেন ইডি হেফাজতে। তারপরই তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির তরফে এই মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে দাবি


Sudipto

সম্পর্কিত খবর