কাজ পেতে সমস‍্যা হয়নি, কিন্তু ‘বিজেপির লোক’ হওয়ায় ছুঁতেও দেননি সহ অভিনেতা! বিষ্ফোরক সুমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার দীর্ঘদিনের বাসিন্দা সুমন বন্দ‍্যোপাধ‍্যায় (Suman Banerjee)। স্বপ্ননীল, জন্মভূমির মতো জনপ্রিয় সিরিয়াল, নায়ক চরিত্র থেকে এখন পার্শ্ব চরিত্র, বহু বছর হয়ে গেল বড়পর্দা ও ছোটপর্দায় তাল মিলিয়ে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে রাজনীতিও করেছেন সুমন। এখন অবশ‍্য বিজেপির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন।

মাঝে অবশ‍্য সুমন অভিযোগ করেছিলেন, দলে তাঁর কোনো গুরুত্ব নেই। গত বিধানসভা ভোটে টিকিটও পাননি। তবে এবার অন‍্য রকম সুর অভিনেতার কণ্ঠে। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, রাজনীতি ও অভিনয় দুটো ব‍্যালেন্স করে উঠতে পারছিলেন না। সিরিয়াল করছিলেন। অন‍্যদিকে দলেও দায়িত্ব বাড়ছিল। শেষমেষ অভিনয়টাকেই বেশি গুরুত্ব দিলেন সুমন।


তাঁর অভিনয়ে আসাটাও বেশ অন‍্য রকম ভাবে। গল্পের ছলে সুমন জানান, প্রথমে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। একটি মোটরবাইকে চেপে যাতায়াত করতেন স্টুডিও পাড়ায়। সে সময়ে দূরদর্শনের ‘মোহিনী’ নামে একটি সিরিয়ালে তাঁর হেলমেটটি প্রপ হিসাবে ব‍্যবহার হয়েছিল। হেলমেট ফেরত নিতে এসে তিনি নিজেই ঢুকে পড়েন অভিনয়ে।

বড়পর্দা, ছোটপর্দা মিলিয়ে মিশিয়ে কাজ করেছেন সুমন। ইচ্ছা আছে মেনস্ট্রিমের বাইরে অন‍্য ধারার ছবিতে কাজ করার। কৌশিক গঙ্গোপাধ‍্যায়, সৃজিত মুখোপাধ‍্যায়দের সঙ্গেও কাজ করার শখ রয়েছে। যেকোনো চরিত্রের জন‍্যই তিনি রাজি। কিন্তু সুমনের আক্ষেপ, অন‍্য ধরনের ছবির জন‍্য কেউ ডাকে না তাঁকে।

আসলে কাজ চাইতে পারেন না সুমন। প্রত‍্যাখ‍্যাত হতে ভয় পান, তাই কাজ চাইতেও পারেন না। তেমনি মুখোশ পরেও, ভেক ধরেও থাকতে পারেন না। যে কারণে টলিউডের পার্টি, আড্ডায় থাকেন না। কাজ শেষ হলেই সোজা বাড়ি ফেরেন। তবে এর মানে এই নয় যে ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে তাঁর সদ্ভাব নেই।


সৃজিত রায়, লীনা গঙ্গোপাধ‍্যায়, শৈবাল বন্দ‍্যোপাধ‍্যায়, ভরত কল, কনীনিকা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে বলে জানান সুমন। অনেক অভিনেতা অভিনেত্রীরাই অভিযোগ করেছিলেন বিজেপি করলে টেলিপাড়ায় কাজ পেতে সমস‍্যা হয়। তবে সুমন স্পষ্ট জানান, তাঁর এমন কোনো সমস‍্যা হয়নি। তবে এক সহ অভিনেতাকে জড়িয়ে ধরতে গেলে শুনতে হয়েছিল, “তুমি বিজেপির লোক। আমাকে ছোঁবে না!”

সম্পর্কিত খবর

X