জল্পনাই সত্যি! মিঠিঝোরা বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে কি বললেন সিরিয়ালের নায়ক?

বাংলা হান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের পর্দায় এখন শুধুই সিরিয়ালের মেলা। একটা ধারাবাহিক শেষ হতে না হতেই তার জায়গা নিচ্ছে কোন না কোন নতুন ধারাবাহিক। যার ফলে এখন টিভির পর্দায় নতুন ধারাবাহিক শুরু হওয়াটা একপ্রকার জল-ভাতে পরিণত হয়েছে। এরইমধ্যে বৃহস্পতিবার থেকে টেলিপাড়ায় জোর গুঞ্জন চলতি মাসেই নাকি শেষ হয়ে যাবে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মিঠিঝোড়া’ (Mithijhora)। 

 শেষ হয়ে যাবে ‘মিঠিঝোড়া’ (Mithijhora)?

আর এই খবরে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন ‘মিঠিঝোড়া’ (Mithijhora) ধারাবাহিকের নিয়মিত দর্শকরা। এমনিতে বেশ কিছুদিন ধরেই একের পর এক পাল্টানো হয়েছে এই সিরিয়ালের স্লট। তাছাড়াও জি বাংলার পর্দায় বন্ধ হয়ে গিয়েছে আরও একাধিক জনপ্রিয় ধারাবাহিক। তাই টেলিপাড়ায় সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জনে কার্যত সিঁদুরে মেঘ দেখছিলেন বাংলা সিরিয়াল প্রেমীদের একাংশ।

   

তবে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছিল তাহলে কি সত্যিই মিঠিঝোড়া সিরিয়ালটি শেষ হতে চলেছে? আসলে তেমন কিছুই নয়! শেষ পর্যন্ত মিঠিঝোড়া সিরিয়ালের অনুরাগীদের কাছে এসেছে সুখবর। এখনই বন্ধ হচ্ছে না এই ধারাবাহিক। আর এই খবর যে নিশ্চিত তা জানিয়েছেন খোদ এই সিরিয়ালের দুই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন: ‘চোষা পাটালির মতো গাল, ২৮ কোমর’! শ্রীময়ীকে পাশে বসিয়ে নিজেকে নিয়েই বেফাঁস কাঞ্চন

তাদের মধ্যে একজন হলেন মিঠিঝোড়া সিরিয়ালের নায়ক শৌর্য অভিনেতা সপ্তর্ষি রায় (Saptarshi Roy)। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কাছে এখনও পর্যন্ত এমন কোন খবর আসেনি।’  একই কথা শোনা গেল ধারাবাহিকের অনির্বাণ অভিনেতা সুমন দে’র (Suman Dey) মুখেও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কাছে এই ধরনের কোন তথ্য নেই। আমি অন্তত এমনটা শুনিনি।’

 

View this post on Instagram

 

A post shared by Suman Dey (@sumandey321)

পাশাপাশি একটি ভিডিও করে ইনস্টাগ্রামে মিঠিঝোড়া শেষ না হওয়ার কথা জানিয়ে সুমন বলেছেন, ‘আমি খুবই দুঃখিত, যে এধরনের একটা খবর রটে গিয়েছে।’ এছাড়াও TRP-র খবর শেয়ার করে অভিনেতা জানিয়েছেন চলতি সপ্তাহের টিআরপিতে মিঠিঝোরা দশম স্থানে রয়েছে। এদিন মিঠিঝোরা-র প্রাপ্ত নম্বর ৫.২।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর