তাপপ্রবাহের চোটে রাজ্যে ফের একবার বাড়ল গরমের ছুটি, জারি হল নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ রোদের দাপট কম থাকলেও মেঘলা আকাশে বাড়ছে ভ্যাপসা গুমোট গরম (Summer)। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় এখনও চলছে তাপপ্রবাহ। রোজ একটু আধটু বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। ওদিকে গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে গত ১০ তারিখ পড়ুয়াদের জন্য খুলে গিয়েছে রাজ্যের সমস্ত স্কুল। কিন্তু গরমের জেরে নাজেহাল পড়ুয়ারা।

দক্ষিণবঙ্গে গরমের জেরে অস্বস্তি থাকলেও আপাতত ছুটির কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। স্বাভাবিক নিয়মেই চলছে পঠন-পাঠন। তবে তীব্র গরমের জেরে ফের একবার গ্রীষ্মের ছুটি বাড়ানো হল অন্য এক রাজ্যে। আগামী ২৮ শে জুন পর্যন্ত কিছু সরকারি স্কুল গুলি বন্ধ থাকবে বলে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) BTC Teachers Association এর প্রেসিডেন্ট অনিলবাবু প্রাথমিক শিক্ষা পর্ষদ কে চিঠি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছুটি বাড়ানোর আবেদন জানান। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাইমারি এডুকেশন বোর্ডের সেক্রেটারিকে গ্রীষ্মের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন Primary Teachers Trained Graduates Association এর প্রেসিডেন্ট।

This school started special class on Sunday after summer vacation to complete syllabus

আরও পড়ুন: এবার খেল দেখাবে বর্ষা! ৪৮ ঘণ্টা বৃষ্টির সতর্কতা জারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়

এরপরই শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় বুনিয়াদি বিদ্যালয় গুলিতে আগামী ২৮ শে জুন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে ২৪ শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে গরমের ছুটি। প্রসঙ্গত, গরমের জেরে আগেও ছুটি বাড়ানোর পথে হেঁটেছিল রাজ্য সে রাজ্যের সরকার। এবারেও পরিস্থিতি বুঝে উত্তরপ্রদেশে বাড়ানো হল গরমের ছুটি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর