ফণীর ফণার হাত থেকে বাঁচতে সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের সতর্ক বার্তা 

সুন্দরবন ঃ গোসোবা ,বাসন্তী, ঝড়খালি এই সমস্ত জায়গা প্রশাসনের তরফে টোটো গাড়ী করে মাইকিং করা হয় এবং জানানো হয় যে সমস্ত মৎস্যজীবীরা ও মধু সংগ্রহ কারীরা নদীতে এবং জঙ্গলে গিয়েছে তাদের পরিবারের উদ্দেশ্যে জানানো হচ্ছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য ।

 

তিনদিন পর্যন্ত যাতে নদীতে এবং জঙ্গলে মাছ মধু সংগ্রহ করতে না যাওয়া হয় ।

8dbaf weather cyclone

তা প্রশাসনের তরফে সতর্কতা করা হচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকা

সম্পর্কিত খবর