বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাহলে দল আইএসএল ফাইনালে উঠলেও হার স্বীকার করতে হয়েছিল এটিকে মোহনবাগানের কাছে। যদিও ডুরান্ড কাপ জিতে মরশুমটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। এবার সামনে রয়েছে সুপার কাপের চ্যালেঞ্জ। তার আগে কয়েকটা দিন বিশ্রাম নিচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সম্প্রতি হিরো ট্রাই নেশন্স কাপ জিততে সাহায্য করেছেন ভারতীয় দলকে (Indian Football Team)। এরপর বেঙ্গালুরু এফসির জার্সিতে মাঠে নামার আগে একবার কলকাতা ঘুরে গিয়ে তারপর আইপিএলের (IPL 2023) অন্যতম জনপ্রিয় ফ্রেন্ড চাই যে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) সঙ্গে দেখা করেছেন তিনি।
বিরাট কোহলির সঙ্গে খুবই ভালো সম্পর্ক সুনীল ছেত্রীর। দুজনেই একে অপরকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। দুজনেই দেশের মানুষদের কাছে একজন আইকনে পরিণত হয়েছেন। দুজনেই খেলার মাঠে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে সকলকে অদ্ভুত করার ক্ষমতা রাখেন। হয়তো সেই কারণেই একে অপরকে অত্যন্ত পছন্দও করেন তারা।
সুনীল ছেত্রী আরসিবি শিবিরে শুধুমাত্র বিরাট কোহলির সঙ্গে দেখা করেছেন এমনটা নয়। দলের বাকি সকল ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলেছেন সুনীল। যোগ দিয়েছিলেন আরসিবির ফিল্ডিং প্র্যাকটিসেও। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আগামীকাল অর্থাৎ রবিবার ২ রা এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ১৫ বছরে তারা একবারও ট্রফির মুখ দেখতে পাননি। দল দুবার ফাইনালে ওঠলেও হতাশাই সঙ্গী হয়েছে আরসিবি ভক্তদের। আসন্ন মরশুমে স্বপ্ন পূরণ হবে এমনটা আশা করবেন তারাও।
তার আগে শিবিরে সুনীল ছেত্রীর উপস্থিতি যেন অনেকটাই ইতিবাচক মনোভাব বহন করে এনেছে সকলের মধ্যে। সুনীল নিজের ক্লাব বেঙ্গালুরু এফসি-এর সঙ্গে একাধিক ট্রফি জিতেছেন। তিনি এসে আরসিবি সিগারেটের সকলকে দর্শন দিয়ে যাওয়ার পর সবাই আশা করবেন যেন তার প্রভাব কিছুটা ওই শহরের ক্রিকেট দলের ওপরেও পড়ে।