বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও অস্ট্রেলিয়ার চার ম্যাচে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে অ্যাডিলেডে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। এই ম্যাচে হেরে লজ্জার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। তবে এই সমস্ত কিছু ভুলে দ্বিতীয় টেস্ট ম্যাচ অর্থাৎ বক্সিং ডে টেস্ট ম্যাচে নতুন উদ্যম নিয়ে ঝাপাতে হবে টিম ইন্ডিয়াকে।
অনেকেই দাবি করছেন অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজে নাভিশস্ত হতে হবে টিম ঈন্ডিয়াকে। 4-0 তে সিরিজ হারবে ভারত। তবে এই সব কথায় গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন কিংবদন্তি ভারত ওপেনার সুনীল গাভাস্কার। তার মতে নতুন উদ্যম নিয়ে সঠিক পরিকল্পনা করে মাঠে নামলেই জয় আসবে ভারতের।
সিরিজের বাকি ম্যাচ গুলিতে থাকছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন কোহলি। এছাড়াও চোট পেয়ে সিরিজের বাকি ম্যাচ গুলি থেকে ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য বোলার মহম্মদ সামি। এমন পরিস্থিতিতে সুনীল গাভাস্কার দাবি করলেন সিরিজে টিকে থাকতে হলে ভারতের প্রথম একাদশে বদল আনতে হবে। এছাড়াও ভারতীয় ফিল্ডিংয়ের উন্নতি করার ব্যাপারে বলেছেন সুনীল গাভাস্কার। প্রথম ইনিংসে ভারতীয় দল যেভাবে একের পর এক ক্যাচ মিস করেছে সেদিকেও নজর দিতে বলেছেন সুনীল গাভাস্কার। এছাড়া সুনীল গাভাস্কার দাবি করেছেন পৃথ্বী শ’র বদলে দ্বিতীয় টেস্টে কে এল রাহুলকে দলে নিতে হবে। এছাড়াও পাঁচ বা ছয় নম্বরে ফর্মে থাকা শুভমান গিলকে নেওয়া যেতে পারে।