বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। টেস্ট ম্যাচে হারের পর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। আজ ওভালের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে নামবেন রোহিত শর্মারা। এই সিরিজের তিনটি ম্যাচ খেলে তারপর চার টার ফ্লাইটে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তারপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
ওয়ান ডে সিরিজ থেকে ইতিমধ্যেই তারকা ক্রিকেটার বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রোহিত শর্মাদের বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সফরের টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। তবে আশঙ্কা করা হচ্ছে সেখানেও কয়েকজন তারকা বিশ্রাম পেতে পারেন। থার্ড ক্রিকেটারদের এই ঘনঘন বিশ্রাম নেওয়ার প্রবণতায় এবার বিরক্ত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।
গত এক বছরে একাধিকবার বিরাট, রোহিত, বুমরার মতো তারকাদের বিশ্রাম দিতে দেখা গেছে বিসিসিআইকে। কিন্তু এই বিশ্রাম তত্ত্বের সঙ্গে একমত নন সুনীল গাভাস্কার। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ থেকে কেন ক্রিকেটাররা বিশ্রাম নিচ্ছেন তারা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তিনি বলেছেন আমি এই বিশ্রাম তত্ত্বের বিরোধী তুমি ভারতের হয়ে খেলছো। আইপিএল খেলার সময় তো তোমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। টেস্ট ক্রিকেট হলে তাও মানা যায় কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলতে এত বিশ্রামের প্রয়োজন আমার তা বোধগম্য হয় না।
প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ভারতীয় ক্রিকেটারদের সফর ফুরোচ্ছে না। তারপরে আগস্ট মাসেই জানা গেছে জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। তারপর এশিয়া কাপ রয়েছে। ভিডিও শ্রীলঙ্কার মাটিতে এসে টুর্নামেন্ট আয়োজিত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কথা অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনো একাধিক ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে।