বাংলাহান্ট ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন গোবিন্দা (Govinda)। কমেডি থেকে রোম্যান্স, বিভিন্ন ধরণের চরিত্রে তাঁর জুড়ি মেলা ছিল ভার। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে একসে বড় কর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন গোবিন্দা (Govinda)। বলিউডের চকোলেট বয় এর বেড়েছে বয়স।
গোবিন্দার (Govinda) স্ত্রী সুনীতা থাকেন লাইমলাইটে
গোবিন্দা (Govinda) পত্নী সুনীতা আহুজাও সিনেপ্রেমীদের কাছে বেশ চেনা মুখ। অভিনয় জগতের না হলেও সুনীতা বেশ লাইমলাইটে থাকেন। বিয়ের পর থেকেই গোবিন্দার (Govinda) সঙ্গে সংসারের রাশটা নিজের হাতে রেখেছিলেন তিনি। রানি মুখার্জির সঙ্গে অভিনেতার বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন ছড়ালেও সংসারে ফিরিয়ে এনেছেন স্বামীকে।
দুজনের মধ্যে সম্পর্ক কেমন: সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খোলেন সুনীতা। অনেকের মতে, তাঁদের দেখে তথাকথিত স্বামী স্ত্রী বলে মনেই হয় না। গোবিন্দার (Govinda) মতো সুনীতাও বেশ মজা করতে ভালোবাসেন। সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের বিষয়েও কিছু অজানা কথা শেয়ার করেছেন তিনি যা নিয়ে বর্তমানে বেশ চর্চা চলছে।
আরো পড়ুন : লাটে উঠত কেরিয়ার, সলমনের রোষ থেকে বাঁচতে গানের “এই” শব্দটি বদলেছিলেন মিকা
এখনো চলে এই কাণ্ড: সুনীতা জানান, তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি গালিগালাজও চলে। বিয়ের এত বছর পরেও তাঁর মনে হয় না যে গোবিন্দা (Govinda) তাঁর স্বামী। বন্ধুর মতোই সম্পর্ক তাঁদের। সুনীতা আরো জানান, গোবিন্দা তাঁর মাকে খুব সম্মান করেন। তাঁর পছন্দ অপছন্দের খেয়াল রাখেন। তাই স্বামীর জন্য সুনীতাও মিনিস্কার্ট ছেড়ে শাড়ি পরা শুরু করেছিলেন।
আরো পড়ুন : হলের মধ্যেই এক মহিলা… এই ছবি দেখে প্রেক্ষাগৃহেই অসুস্থ হচ্ছে দর্শক! ব্যবসায় টেক্কা দিল ‘পুষ্পা’কে
প্রসঙ্গত, আগামীতে বলিউডে ডেবিউ করতে চলেছেন গোবিন্দা এবং সুনীতার একমাত্র ছেলে যশবর্ধন আহুজা। একটি প্রেমের গল্প দিয়ে অভিষেক হবে তাঁর। ছবির নাম এখনো ঠিক না হলেও জানা যাচ্ছে, ছবিটির পরিচালনা করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সাই রাজেশ। ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে থাকছেন মধু মান্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।