বাংলা হান্ট ডেস্ক : অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’ গত ২৭ দিনের পারফরম্যান্সে প্রমাণ করে দিয়েছে যে, তারা-সাকিনাকে নিয়ে মানুষের মধ্যে ক্রেজ এখনও শেষ হয়নি। গত ১১ অগাস্ট মুক্তির পর থেকেই বিধ্বংসী ব্যাটিং করছে সিনেমাটি। ইতিমধ্যেই ভেঙে ফেলেছে একাধিক রেকর্ড। তবে এবার বোধহয় সেই ঝড় খানিকটা ম্রিয়মাণ।
আসলে মুক্তির চতুর্থ সপ্তাহে ‘গদর’র সাথে টেক্কা দিতে বাজারে চলে এসেছে শাহরুখের ‘জওয়ান’। আর ভারতে কিং খানের ক্রেজ তো নতুন করে বলার কিছু নেই। ‘পাঠান’ ছবিতে তিন যেভাবে নিজেকে ভেঙেচুরে গড়ে নিয়েছেন তাতে অভিনেতার প্রতি ভক্তদের আশা বেড়েছে অনেকটাই। এমতাবস্থায় চলুন দেখে নিই ‘জওয়ান’ মুক্তির আগে পর্যন্ত ‘গদর ২’ ঠিক কত আয় করেছে?
সূত্রের খবর, মুক্তির ২৭ তম দিনে ছবিটির বক্স অফিস কালেকশন প্রায় ২.৮০ কোটি টাকা। এর সাথে ছবির টোটাল কালেকশন হল ৫০৮.৯৭ কোটি টাকা। তবে এরপর শাহরুখের ‘জওয়ান’-এর সামনে দাঁড়াতে পারে নাকি পরাজিত হয় সেটা এখন দেখার। উল্লেখ্য, গত বুধবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর, ছবিটির ১৩.১৯% দখল ছিল। সন্ধ্যার শো-তে সর্বোচ্চ ১৬.৩৩ শতাংশ ভিড় দেখা গেছে।
আরও পড়ুন : পুরনোদের টেক্কা দিচ্ছে নতুনরা! শুরুতেই খেল দেখালো Love বিয়ে আজকাল! TRP-তে বড় চমক
এদিকে বিশ্বব্যাপী আয়ের কথা বললে, ছবিটি গত ২৬ দিনে মোট ৬৬২ কোটি টাকা আয় করেছে। যেখানে ভারতীয় বাজার থেকে ছবির কালেকশন প্রায় ৫০৮.৯৭ কোটি টাকা। ২৭ তম দিনের সংগ্রহের পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রভাসের ছবির রেকর্ড ভাঙতে মাত্র ১ কোটি টাকা আয় করতে হবে গদর ২-কে। তবে ‘পাঠান’-এর রেকর্ড ছুঁতে সফল হবেন কি সানি? তা জানতে অপেক্ষা দিন কয়েকের।
আরও পড়ুন : ‘তেল মারতে জানতে হয়’, জাতীয় পুরস্কার হাতছাড়া হতেই বিষ্ফোরক কুমার শানু
প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’এ দেখা যাবে শাহরুখ খান নয়নতারা দীপিকা পাড়ুকোন এবং বিজয় সেতুপতির মত পাওয়ার প্যাকড তারকাদের। ছবির বাজেট থেকে প্রমোশন সবকিছুই চমকপ্রদ। ইতিমধ্যেই কলকাতায় ভোর ৫ টার প্রোগ্রাম ছিল হাউসফুল। সারা রাত জেগে সিনেমা দেখতে পৌঁছেছিলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাও। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, এই ছবির হাত ধরেই নিজের সমস্ত পুরোনো রেকর্ড ভাঙ্গবেন কিং খান।