বাংলাহান্ট ডেস্ক: পরপর ফ্লপ ছবি দেখতে দেখতে বলিউডের (Bollywood) উপর থেকে এক যায় ভরসা উঠে গিয়েছে দর্শকদের। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত প্রায় সব ছবিই ফ্লপের খাতায় নাম লেখানোয় পুরনো ছবির রিমেক বা সিক্যুয়েল আনতে শুরু করেছেন পরিচালক প্রযোজকরা। এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ‘গদর ২’ (Gadar 2)।
হিন্দি ইন্ডাস্ট্রির ক্লাসিক ছবিগুলির মধ্যে অন্যতম ‘গদর এক প্রেম কথা’। তারা সিং এর চরিত্রে সানি দেওলের (Sunny Deol) দমদার অভিনয় আজও মনে রেখে দিয়েছেন দর্শক। সেই ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। মাঝে কেটে গিয়েছে ২২ টা বছর। অবশেষে দর্শকদের ভালবাসার কথা মাথায় রেখে আবারো তারা সিংকে ফেরালেন সানি। সোমবার প্রকাশ্যে এল গদর ২ এর টিজার ভিডিও।
ভিডিও শুরু হয় এক মহিলা কণ্ঠ দিয়ে। তাকে বলতে শোনা যায়, ‘ও পাকিস্তানের জামাই। ওকে নারকেল দাও, তিলক লাগাও। নয়তো এবারে পণে লাহোর নিয়ে যাবে’। এরপরেই দেখা যায় লাহোরে চরম বিশৃঙ্খল অবস্থা। ভারত বিরোধী স্লোগানে কান পাতা দায়। ঠিক সেই সময়ে কালো পাগড়ি পরে এন্ট্রি নেয় তারা সিং।
কয়েক সেকেন্ডের টিজারে সানি দেওল ওরফে তারা সিং এর সেই সিগনেচার লুকও দেখা যায়। দু হাতে বিরাট এক গরুর গাড়ি চাকা তুলে ঘোরাতেও দেখা গিয়েছে সানিকে। ১৯৭১ সালের প্রেক্ষাপটে দেশভাগের সময়ে তারা সিং এবং সাকিনার প্রেম কাহিনি নিয়ে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা।
সিক্যুয়েলেও সাকিনা হিসেবে দেখা যাবে আমিশা পটেলকেই। তাঁদের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। এছাড়াও প্রথম ছবিটির মতো গদর ২-ও পরিচালনা করেছেন অনিল শর্মা। দীর্ঘ অপেক্ষার পর টিজার ভিডিওটি দর্শকদের উন্মাদনা আরো বাড়িয়ে দিল।
দু দশক পর গদর টিমের সঙ্গে ফের যুক্ত হয়ে আপ্লুত সানি বলেছিলেন, তারা সিং কেবলমাত্র একটি চরিত্র নয়, এক আইকনে পরিণত হয়েছে। গদর এক প্রেম কথা তাঁর জীবনে পেশাগত দিক দিয়ে তো বটেই, ব্যক্তিগত ভাবেও খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সানি দেওল। প্রসঙ্গত, আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২।