বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে সানি লিওনের (sunny leone) জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে (Bollywood) প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে।
তবে এতদিন বলিউডে সানি যেকটি ছবিই করেছেন সবই প্রায় এক গতে বাঁধা। তাঁর চরিত্রগুলিও ছিল মোটামুটি একই ধাঁচের, লাস্যময়ী, যৌনগন্ধী। এবারে পুরনো লুক ঝেড়ে ফেলে একেবারে নতুন রূপে দর্শকদের সামনে ফিরছেন সানি। আগামী ছবিতে সম্পূর্ণ অন্য রকমের একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।
পরিচালক বিক্রম ভাটের অ্যাকশন ড্রামা ‘অনামিকা’তে দেখা যেতে চলেছে সানিকে। এবার সেই ছবির জন্যই এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই প্রশ্ন ওঠে বলিউডের তাঁর কেরিয়ারের শুরুর দিকের কাজ নিয়ে। সেই সময় শুধু ঘনিষ্ঠ বা শয্যা দৃশ্যেই অভিনয় করার প্রস্তাব পেতেন সানি।
কেমন অনুভূতি হত সেই সব দৃশ্যে শুটিংয়ের সময়? সেটে উপস্থিত অন্যান্য কলাকুশলীদের নিয়ে কি কোনো রকম অস্বস্তির সম্মুখীন হয়েছেন সানি? উত্তরে প্রাক্তন পর্ন তারকা জানান, ছবির অন্যান্য দৃশ্যের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কোনো পার্থক্য তিনি করেন না। একমাত্র ‘ডিজনি শো’ ছাড়া এখন প্রায় সব ছবি, ওয়েব সিরিজেই এমন দৃশ্যের প্রয়োজন পড়ে।
সানি আরো জানান, তিনি শুধু মাত্র অভিনয়েই মনোনিবেশ করেন। কিন্তু সেটে উপস্থিত কারোর উদ্দেশ্য যদি খারাপ হয় সেদিকে নির্মাতাদেরই নজর রাখতে হয়। তাকে তখনি সেট থেকে বের করে দেওয়া উচিত।
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল গুপ্তচরের চরিত্রে এবার বড়পর্দায় ধরা দেবেন সানি লিওন। ঐতিহাসিক ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধ নিয়ে এবার তৈরি হতে চলেছে ছবি। ছবির নাম, ‘দ্য ব্যাটল অফ ভীমা কোরেগাঁও’। সেই ছবিতেই গুপ্তচরের চরিত্রে দেখা যাবে সানিকে। পাশাপাশি একজন নৃত্যশিল্পীর ভূমিকাতেও অভিনয় করবেন তিনি। সানির সঙ্গে ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন রামপালও। মাহার যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে।
তবে পরিচালক রমেশ থেতে এখনি এই বিষয়ে বেশি তথ্য দিতে নারাজ। দর্শকদের জন্য বড়সড় চমক যে তিনি নিয়ে আসতে চলেছেন তা বেশ স্পষ্ট। ১৮১৮ সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। সাম্যের দাবিতে কিভাবে এই যুদ্ধ হয়েছিল সেটাই উঠে আসবে ছবিতে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে দ্য ব্যাটল অফ ভীমা কোরেগাঁও।