সানি লিওন এর রাগিনী এমএমএস রিটার্ন এর ফার্স্ট ভিডিও হয়ে গেল ভাইরাল!

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  কোনও ছবি বা গানে সানি লিওন থাকবেন আর সেটা ভাইরাল হবে না তা কি হয়? বলা যায় আইটেম নাম্বার ও সানি সমার্থক শব্দ। ফের তিনি নিয়ে এসেছেন আরেকটি আইটেম নাম্বার ‘হ্যালো জি’।

https://twitter.com/SunnyLeone/status/1200313683542327296

সানির অন্যতম জনপ্রিয় ছবি  ‘রাগিনী এমএমএস ২’। বলা যায় ‘জিসম ২’-এর পরে যে ছবি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তোলে তা এই ছবিটিই। এবার আসতে চলেছে এই ছবিরই দ্বিতীয় সিজন। তারই ‘হ্যালো জি’ গানে নাচতে দেখা গেল সানিকে। মিত ব্রোসের সুর, কনিকা কাপুরের কণ্ঠ একাই যথেষ্ট ছিল গানটিকে ভাইরাল করার জন্য। তার মধ্যে উপরি পাওনা সানি লিওনির লাস্য। ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিয়োটি। প্রতি সেকেণ্ডে বাড়ছে দর্শকের সংখ্যা। ইউটিউবের গণ্ডি পেরিয়ে মানুষের মুখে মুখে এখন ঘুরছে এই গান।

‘রাগিনী এমএমএস’ ও ‘রাগিনী এমএমএস ২’ মূলত হরর ছবি। এই সিরিজেরই তৃতীয় ছবি হতে চলেছে ‘রাগিনী এমএমএস ২’-এর দ্বিতীয় সিজন। এই সিরিজের দ্বিতীয় ছবিতে ছিলেন সানি স্বয়ং। তবে দ্বিতীয় সিজনে দেখা যাবে বরুণ সূর ও দিব্যা আগরওয়ালকে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ছোট পর্দায় ব্যস্ত রয়েছেন সানি লিওন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-র ১২ তম সিজনে উপস্থাপনা করছেন তিনি। তাঁর সহ উপস্থাপক হিসাবে রয়েছেন রণবিজয় সিং। ২০১২ সালে ‘জিসম ২’ ছবির হাত ধরে  নীল ছবির জগত ছেড়ে বলিউডে পা দেন সানি লিওন। তারপরে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় আইটেম নাম্বার ছাড়াও কয়েকটি ছবিতেো অভিনয় করেছেন তিনি। শোনা গিয়েছে, এরপর আরও একটি হরর কমেডি ছবিতেও দেখা যেতে চলেছে বলিউডের ‘বেবি ডল’কে।

সম্পর্কিত খবর

X