সিনেমায় যৌনদৃশ্য নাপসন্দ সানির, কারন জানালেন প্রাক্তন পর্ন তারকা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নীল ছবিতে বহু বছর কাজ করার কারনে যৌন দৃশ্যে কাজ করতে অভ্যস্ত সানি লিওন (sunny leone)। কিন্তু কি এমন কারনে তিনি বলিউডে যৌন দৃশ্য করতে ক্ষিপ্ত হয়ে ওঠেন? বলিউডের বেবি ডল ফেসবুক লাইভে জানালেন তার আপত্তির কারন।

নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।

https://www.instagram.com/p/CA4YzXOjGWn/?igshid=oc4q3oz13dfy

ফেসবুক লাইভে সানি জানান, সানি বলেছিলেন যে বলিউডের ছবিতে যখন একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করা হয়, তখন আপনার চারপাশে 50-100 লোক অকারনে ঘুরে বেড়ায়। তারা চা খেতে খেতে শুধু আপনাকে দেখে।

https://www.instagram.com/tv/B_h8sqhD6vz/?igshid=fa1mlweajn92

https://www.instagram.com/p/B-9O0sQDu45/?igshid=i7o95bdnyjno

পাশাপাশি বলিউডের দুই খান শাহরুখ ও সালমানকে নিয়েও কথা বলেছেন সানি। সানি বলেন, শাহরুখ এক জন ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের মালিক। পাশাপাশি সালমান খান একজন অত্যন্ত উদার মানুষ।

https://www.instagram.com/p/B-tylSvDQK0/?igshid=1oxb0fghboivo

 

সম্পর্কিত খবর

X