বাংলাহান্ট ডেস্ক: চীনের উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন লেকিমা। এই সাইক্লোন ঘন্টায় ১৯০ কিমি বেগে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে চীনে। আবহাওয়াবিদদের অনুমান আগামী ২৪ ঘণ্টায় চীনের ঝেঝিয়াং প্রদেশে আছড়ে পড়বে ওই সুপার সাইক্লোন।
এ সুপার সাইক্লোন এ চীনে প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। চীনের উপকূলবর্তী শহর সাংহাই থেকে লাখ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার থেকে বিচ্ছিন্ন থাকবে বেশ কিছু জায়গায় রেল যোগাযোগ। গভীর সমুদ্র থেকে জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন।
সুপার সাইক্লোন এর জেরে বন্ধ রাখা হয়েছে স্কুল অফিস। বাতিল করা হয়েছে বহু বিমান। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে তাইওয়ান।টানা বৃষ্টিতে ধ্বস নেমেছে এলাকায়। সাইক্লোনের ক্ষয়ক্ষতি ঠেকাতে তৈরি হয়ে রয়েছে প্রশাসন।