রাজ্য হাইকোর্টে এক কথা বলছে, সুপ্রিম কোর্টে এক কথা বলছে, সুপার নিউমেরারি মামলায় বলল আদালত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার (State Government)। এবার সেই মামলায় নয়া মোড়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামালা ওঠে। রাজ্যের আবেদন ছিল, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আদালত যে স্থগিতাদেশ দিয়েছে, তা তুলে নেওয়া হোক। কারণ অর্ন্তবতী স্থগিতাদেশের মেয়াদ আগেই শেষ হয়েছে।

রাজ্যের আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের | Calcutta High Court

রাজ্যের পাল্টা এদিন অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। এর আগে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে মৌখিকভাবে এই আবেদন জানায় রাজ্য। লিখিত আবেদন করতে হবে বলে সেই সময় রাজ্যকে জানিয়েছিল আদালত।

মঙ্গলবার বিচারপতি মৌখিক নির্দেশ, আপাতত নিয়োগ যাতে না হয়। এদিন আইনজীবীরা আদালতে প্রশ্ন করে, অন্তর্বতী স্থগিতাদেশ যখন নেই তখন রাজ্য এতদিন কেন নিয়োগ কেন করেনি? জাস্টিস বসু বলেন, “এই মামলা শোনার ক্ষেত্রে আমার কোনও ব্যক্তিগত আগ্রহ নেই।” বিচারপতি বলেন, “রাজ্য হাইকোর্টে এক কথা বলছে। সুপ্রিম কোর্টে আরেক কথা। আমার কাছে স্পষ্ট না হলে নির্দেশ দেব কীভাবে?”

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/rKoOVAbvDAY?si=U4VST9qHddwI6Fvj

বিচারপতি বসু জানান, বুধবার লিখিত আবেদন করতে হবে রাজ্যকে। তার পর আদালত বিষয়টি বিবেচনা করবে। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে রাজ্য। ২০২২ সালে সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।

আরও পড়ুন: ভুল স্বীকার করল কর্তৃপক্ষ! শিক্ষাকর্মীদের পক্ষে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

এদিকে সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এই সুপার নিউমেরারি পোস্ট নিয়েই স্থগিতদেশ সরানোর আর্জি জানিয়ে রাজ্য হাইকোর্টে (Calcutta High Court) যায়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X