সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্ৰশ্ন শুভেন্দুর! BJP নেতাকে ‘ব্র্যান্ডেড ডাকাত’ কটাক্ষ মন্ত্রিপুত্রের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পুত্র সুপ্রকাশ গিরির (Suprakash Giri) শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), আর এবার পাল্টা শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুপ্রকাশ। শুধু তাই নয়, একই সঙ্গে বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন মন্ত্রীপুত্র।

উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন অখিল গিরি। পরবর্তীতে তাঁর এই মন্তব্য নিয়ে প্রতিবাদে নামে বিজেপি নেতাকর্মীরা এবং ক্ষমা চাইতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। সম্প্রতি অখিল গিরির ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে শুভেন্দু অধিকারী বলেন, “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র নাকি বড় নেতা? সে গ্র্যাজুয়েট নয়, কিন্তু কাঁথি কলেজের সভাপতি পদে নিযুক্ত রয়েছে।”

অবশেষে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “একজন (শুভেন্দু অধিকারী) ওপেন ইউনিভার্সিটি পাশ করা ছেলে। শিক্ষা দীক্ষা নেই, অথচ অন্যের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে চলেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে বলছি, ও ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছে আর তাতেও রয়েছে জালিয়াতি। শুভেন্দু অধিকারীর হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিল। ওর বিরুদ্ধে আমি মানহানির মামলা করব।”

এক্ষেত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দু অধিকারকে একহাত নেন মন্ত্রিপুত্র। তিনি বলেন, “আমি আশুতোষ কলেজ থেকে ডিগ্রি অর্জন করেছি। পরবর্তীতে ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনা করি। শুভেন্দু অধিকারী এই বিষয়ে কিছুই জানে না, কারণ ও জালিয়াতি করে সার্টিফিকেট পেয়েছে। ও একজন ব্র্যান্ডেড ডাকাত। বহু বছর ধরে তোলাবাজি করে চলেছে।”

Untitled design 69

তিনি আরো বলেন, “আমার বয়স ৪০ বছর। ২১ বছর বয়সে গ্র্যাজুয়েট হই আর শুভেন্দু অধিকারী স্নাতক ডিগ্রি পান ৩৭ বছর বয়সে। ওকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি সৎ সাহস থাকে, তাহলে সার্টিফিকেট দেখান। আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব।”


Sayan Das

সম্পর্কিত খবর