মমতাকে কড়া ডোজ! আরজি কর কাণ্ডে রাজ্যকে বিরাট নির্দেশ, ‘সুপ্রিম-রায়ে’ তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আঁচ বাংলা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। দিকে দিকে চলছে প্রতিবাদ। তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় কার্যত ফুঁসছে সকলে। এই মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

আরজি কর কাণ্ডে রাজ্যকে সুপ্রিম-নির্দেশ (Supreme Court)

শহর কলকাতার হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটা এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। নিত্যদিনই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে। সেই প্রতিবাদ ঠেকাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হচ্ছে। এবার এই নিয়েই রাজ্যকে (Government of West Bengal) বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

   

মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়। ডাক্তার হোন বা সুশীল নাগরিক সমাজ, কারোর ওপর রাষ্ট্র জোরজবরদস্তি করতে পারে না’।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে নয়া মোড়! সন্দীপের বিরুদ্ধে মামলা দায়ের, চরম বিপাকে প্রাক্তন অধ্যক্ষ!

প্রধান বিচারপতির কথায়, শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন (RG Kar Incident) করছেন, সেই আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ না করে সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামলাতে হবে। বর্তমানে গোটা দেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমের দ্বারা প্রচুর ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র তার বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করছে বলে দাবি করেন তিনি।

rg kar Supreme Court

আরজি কর কাণ্ডের মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থকে মামলা শীর্ষ আদালতের হাতে উঠেছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্তকারী সংস্থা সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরজি করে ভাঙচুরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিনের শুনানিতে চিকিৎসকদের উদ্দেশেও একটি আর্জি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, নানান ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ন্যাশানাল টাস্ক ফোর্স তৈরি করছে শীর্ষ আদালত। তাঁরা গোটা দেশজুড়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে। সেই সঙ্গেই জাস্টিস চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, ‘চিকিৎসকদের আমরা অনুরোধ করছি, আপনারা আন্দোলন প্রত্যাহার করুন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর