মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতেই ধমক! প্রধান বিচারপতি যা বললেন … তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের তদন্ত রিপোর্ট, চিকিৎসকদের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আজ শীর্ষ আদালতে (Supreme Court) সওয়াল জবাব হয়েছে। এর মাঝেই একজন আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তোলেন। আর তাতেই কার্যত ধমক দিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

  • মমতার পদত্যাগের দাবি উঠতেই ধমক সিজেআই-য়ের (Supreme Court)!

সিবিআই, জুনিয়র চিকিৎসক, রাজ্য, নির্যাতিতার পরিবার সহ সব পক্ষ মিলিয়ে সুপ্রিম কোর্টে আজ প্রচুর আইনজীবী উপস্থিত ছিলেন। শুনানি তখন শেষের দিকে। সেই সময়ই এক আইনজীবী কিছু বলেন ওঠেন। তখনই তাঁকে থেমে যেতে বলেন সিজেআই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। একাধিকবার বলেন, ‘স্যার এক সেকেন্ড, স্যার এক সেকেন্ড’। কিন্তু সেদিকে কর্ণপাত না করে বলেই চলেন ওই আইনজীবী!

  • কী বললেন প্রধান বিচারপতি?

এরপর ওই আইনজীবীকে থামাতে গিয়েই কার্যত ধমক দিতে হয় সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে। তিনি বলেন, ‘এটা কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি একজন বারের সদস্য। কোনও রাজনৈতিক দল সম্বন্ধে আপনি কি মনে করেন সেটা আমার দেখার বিষয় নয়। আমরা ডাক্তারদের অসুবিধার বিষয়টা দেখছি। আপনি যদি বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত, তাহলে সেই বিষয়টা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না’।

আরও পড়ুনঃ ‘রায় কবে দেবেন?’ প্রধান বিচারপতিকে প্রশ্ন ঊষা উত্থুপের, কী জবাব দিলেন সিজেআই চন্দ্রচূড়?

ওই আইনজীবী চুপ না করায় এরপর কার্যত হুঁশিয়ারির সুরে প্রধান বিচারপতি বলেন, ‘আমার কথা শুনুন। আই অ্যাম সরি… আগে আমার কথা শুনুন। নাহলে কোর্ট থেকে বের করে দেব’। এদিকে আজ আরজি কর মামলার শুনানিতে (RG Kar Case) সিবিআইয়ের তদন্ত নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

Supreme Court

কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আজ শীর্ষ আদালতে (Supreme Court) তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। তা দেখে প্রধান বিচারপতি বলেন, ‘তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে’। একইসঙ্গে জানান, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে আসলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জানান, কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে যা দিয়েছে সেটা ভীষণই উদ্বেগের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর