সিঙ্গুর মামলায় বড়সড় জয় পেল রাজ্য সরকার, হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল…

Published on:

Published on:

Supreme Court(15)

বাংলা হান্ট ডেস্কঃ সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় স্বস্তি পেল রাজ্য সরকার (Government Of West Bengal)। কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, ২০১৬ সালের সিঙ্গুর মামলার (Singur Case) রায় সেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা জমির বদলে ক্ষতিপূরণ গ্রহণ করেছে ও এক দশক ধরে চলা মামলায় কোনওরকম অংশগ্রহণ করেনি।

সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে জয় রাজ্যের! Supreme Court

২০১৬ সালে সিঙ্গুর মামলায় জমি ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্টে সেই মামলার জল গড়ায়। এদিন সেই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানাল, যারা ক্ষতিপূরণের অর্থ নিজেদের তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা উঠলে এই নির্দেশ এসেছে।

বামআমলে টাটাদের কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন সরকার। মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও কারখানাও সেও অধিগ্রহণের অন্তর্ভুক্ত ছিল। জমি ও কারখানার পরিবর্তে সরকারের তরফে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণও নেওয়া হয়।

এদিকে পরবর্তীতে টাটার কারখানার হয়নি। এই অবস্থায় জমিহারাদের জমি ফেরতের নির্দেশ দেয় আদালত। এদিকে ২০১৬ সালে নিজেদের ২৮ বিঘা জমি ফেরত চায় ওই সংস্থা। এরই পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

Supreme Court

আরও পড়ুন: অবশেষে বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা! দক্ষিণবঙ্গে শীত কবে কবে থেকে? জানাল আবহাওয়া দপ্তর

সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে আদালতের রায় গেল রাজ্য সরকারের পক্ষে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যারা ক্ষতিপূরণের অর্থ নিয়েছে হাই কোর্টের জমি ফেরতের নির্দেশ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার।