বাংলাহান্ট ডেস্কঃ সামনেই আসছে দীপাবলি অর্থাৎ আলোর উৎসব। এইসময় গোটা দেশ সেজে ওঠে আলোর রোশনাইয়ে। সঙ্গে চলতে থাকে বাজি (firecrackers) ফাটিয়ে কালী পুজো পালনও। তবে এবারের দীপাবলিতে বাজি নিয়ে এক রায় দিল সুপ্রিম কোর্ট (supreme court)।
শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে না আতশবাজির উপর। তবে ব্যবহার করা যাবে না বেরিয়াম সল্ট ভর্তি বাজি। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেই বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কারণ, উৎসবের নামে কারো স্বাস্থ্যের উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, তবে এই বাজি নিয়ে জারি করা নির্দেশিকা অমান্য করলে সরকারি শীর্ষ আধিকারিকদের কাঠগড়ায় তোলা হতে পারে। বেরিয়াম সল্টের বাজির উপরে নিষেধাজ্ঞা জারি করা হলেও, তাতে রাশ টানা হয়নি এতদিন। বহুবার লঙ্ঘন করা হয়েছে, সরকারী নির্দেশিকা।
এবিষয়ে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ রায় দিয়েছে, উৎসবের মরশুমে প্রশাসন কখনই নিষিদ্ধ বাজি ব্যবহার করতে পারে না। যে কোন কারণেই হোক, তাঁরা সবকিছু জেনেও চুপ করে রয়েছে। তবে আদালতের এই রায়কে সরকারি এজেন্সি-সহ সবাইকেই মেনে চলতে হবে। পরিবেশবান্ধব বাজির আড়ালে রাসায়নিক আতশবাজি বিক্রি বন্ধ করতে হবে।
সুপ্রিম কোর্ট জানায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুসারে উৎসবের নামে কারো স্বাস্থ্যের উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। প্রবীণ নাগরিক ও শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। তবে এটা স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে, বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। তবে যে সব বাজি দ্বারা নাগরিকদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, সেইসব বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।