মোদীর প্রশংশায় পঞ্চমুখ হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বললেন- মোদী খুবই দূরদর্শী

বাংলাহান্ট ডেস্কঃ বিরোধীদের কটূক্তিকে সরিয়ে দিয়ে মোদীর (Narendra Modi) প্রশংশা করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অরুণ মিশ্র (Arun Kumar Mishra)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ১৫০০ আইনকে তুলে দিয়েছেন। সেই জন্য বিচারপতি অরুণ মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রবিশঙ্কর প্রসাদকে (Rabishankar Prasad) অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী প্রসঙ্গে তাঁর মত, প্রধানমন্ত্রী একজন আন্তর্জাতিক দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তিনি বহুমুখী প্রতিভার অধিকারীও। তিনি আন্তর্জাতিকস্তরে ভাবনাচিন্তা করেন কিন্তু স্থানীয়ভাবে কাজ করেন।

download 2 11

নরেন্দ্র মোদীর সরকার ১৫০০ আইনকে বাতিল করে দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্র তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন,  ”প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের জন্যে আন্তর্জাতিক স্তরে এখন ভারত (India) দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ বন্ধু দেশ হয়ে উঠেছে।” আন্তর্জাতিক বিচার সম্মেলনী অনুষ্ঠানে ‘ভোট অব থ্যাংকস’-র উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিচার ও পরিবর্তিত বিশ্ব’ শীর্ষক আলোচনায় অরুণ মিশ্র বলেন,  ”জাতীয় বা আন্তর্জাতিকস্তরে বিচারব্যবস্থার বিষয় একই ধরনের চ্যালেঞ্জের মুখাপেক্ষী। পরিবর্তিত বিশ্বে বিচারব্যবস্থায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সম্মান রক্ষাই আমাদের প্রধান উদ্বেগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুমুখী প্রতিভাধর একজন ব্যক্তি। তিনি আন্তর্জাতিকস্তরে ভাবনাচিন্তা করেন। কিন্তু স্থানীয়ভাবে কাজ করেন। ধানমন্ত্রীর বিভিন্ন অনুপ্রেরণাদায়ী ভাষণ সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্যপূরণে অনুঘটকের ন্যায় কাজ করবে”।

তিনি আরও বলেন, ”অনেকেই অবাক হয়ে যান কীভাবে ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা সাফল্যের সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন দায়িত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ  কাজ করে চলেছে। সংবিধানের প্রতি ভারতের দ্বায় ভার রয়েছে। বিশ্ব শান্তি, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য ভারত সচেষ্ট। পরিবেশের উন্নতি ও সংরক্ষণের দিকেও নজর দেওয়া হচ্ছে। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আধুনিক পরিকাঠামো শুধু বর্তমানের নয় বরং ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন। তাই এখন বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে”।

Smita Hari

সম্পর্কিত খবর