ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে বড় সিদ্ধান্ত! কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট? সামনে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলছে ওবিসি মামলা (OBC Certificate Case)। যার জেরে আটকে রয়েছে বহু নিয়োগ। কবে এই মামলার জট কাটবে সেই নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। কারণ রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আর শুনবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত সূত্রে খবর, ওই মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ নভেম্বর শীর্ষ আদালতে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। অর্থাৎ ওই মামলার শুনানির আগেই অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি। ফলে তিনি যে আর রাজ্যের ওই মামলা শুনবেন না তা সেই বিষয়ে কোনো ধন্দ নেই।

অবসরের আগে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আগামী ৫ নভেম্বর এসএসসি মামলার শুনানি রয়েছে। ওই একই দিনে প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার শুনানি রয়েছে। তবে ওবিসি মামলা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর ওঠার কোনো সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC Certificate) ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court)। ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়ে।

গত ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও সুপ্রিম কোর্টে যায়।

Supreme Court

আরও পড়ুন: ৩১ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

গত ৫ অগস্ট সুপ্রিম কোর্টে প্রথম বার ওই মামলাটি ওঠে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনানি হয়। এখন পর্যন্ত শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। যার জেরে এখনও সেই সব ওবিসি সার্টিফিকেট গুলো ব্যবহার করা যাচ্ছে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর