বাংলা হান্ট ডেস্ক : এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) চত্বরে রয়েছে একটি মসজিদ। এবার সেটাতেই আপত্তি জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভারতের সর্বোচ্চ আদালত এই সংক্রান্ত একটি আদেশ জারি করে তিনমাসের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এর আগে ২০১৭ সালে এলাহাবাদ হাইকোর্ট একই আদেশ দেয়। পরে আদেশটির বিরুদ্ধে আবেদন করে ওয়াকফ মসজিদ হাইকোর্ট ও উত্তর প্রদেশ সুন্নী কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড। আজ সোমবার আবেদনটি খারিজ করে দিল সুপ্রীম কোর্ট।
বিচারপতি এম আর শাহ ও সিটি রাভিকুমারের দ্বৈত বেঞ্চ এসময় উত্তরপ্রদেশের সরকারকে মসজিদটি পুনঃস্থাপিত করতে জায়গা বরাদ্দের নির্দেশও দিয়েছে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের যুক্তি মসজিদটি বাতিলকৃত লিজ সম্পত্তির অন্তর্ভূক্ত হওয়ায় এখানে কোনো স্থাপত্য না রাখাই আইনগত দিক থেকে বৈধ।
আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মসজিদটি না সরানো হলে এলাহাবাদ হাইকোর্ট চাইলে তা সরিয়ে বা গুড়িয়ে দিতেও পারবে। আবেদনের পক্ষে শুনানীতে আইনজীবি কপিল সিব্বাল আদালতকে বলেন, ১৯৫০ সালে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি মুহুর্তের মধ্যেই সরানো সম্ভব নয়। ২০১৭ সালে এই বিষয়ে একটি জনস্বার্থে একটি মামলা করা হয়।
অপরদিকে, প্রতিপক্ষের আইনজীব এটিকে একটি প্রতারনামুলক বিষয় বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এর আগেও দু’বার এটি নতুন করে তৈরির আবেদন করে মসজিদ কর্তৃপক্ষ। কিন্ত মসজিদের নাম করে সাধারন মানুষ এখানে তাদের বাড়ি ঘর গড়ে তুলছে। কোনো একটি জায়গায় নামাজ পড়লেই তা মসজিদ হয়ে যায় না।সুপ্রীম কোর্ট বা হাইকোর্টের বারান্দায় নামাজ পড়ে থাকেন অনেকেই তাহলে সেটিকে নিশ্চয় আমরা মসজিদ বলব না।
এর আগে এলাহাবাদ হাইকোর্ট জানায়, আদালত চত্বরের পর্যাপ্ত জায়গা না থাকায় এটি এর ভিতরে আবার মসজিদ তৈরি করা সম্ভব নয়। এসময় নিজস্ব পার্কিংয়ের জায়গার অভাবের কথাও উল্লেখ করে হাইকোর্ট।