‘বাংলার সব আদালতের বিচারপদ্ধতি ভেঙে পড়েছে’, মামলা সারানোর আর্জি জানাতেই সুপ্রিম তোপে CBI

বাংলা হান্ট ডেস্কঃ এবার সুপ্রিম (Supreme Court) তোপের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তোপ বললে ভুল, একেবারে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন কোর্টে ‘বেআইনিভাবে’ জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। তাই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত অভিযোগ ছিল, বাংলার আদালতগুলির বিচারপদ্ধতি নিয়ে। সেই মামলাতেই এবার তিরস্কারের মুখে কেন্দ্রীয় এজেন্সি।

শুক্রবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চে সিবিআই এর মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানে সিবিআই-কে প্রশ্ন ছুঁড়ে বিচারপতি ওকা সিবিআই বলেন, “আপনারা কীসের ভিত্তিতে এই আবেদন করছেন? আপনারা কী এটা বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের সব আদালতেই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে? সে রাজ্যের বিভিন্ন আদালতে বেআইনিভাবে জামিন মঞ্জুর করা হচ্ছে? সামগ্রিক বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা?”

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি এই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করা হয়, তাহলে এটা মেনে নেওয়া হবে যে পশ্চিমবঙ্গের সামগ্রিক বিচারপদ্ধতি ভেঙে পড়েছে এবং সে রাজ্যের কোনো কোর্টই সঠিকভাবে কাজ করছে না। সুপ্রিম কোর্ট আরও জানায়, সিবিআই-এর অফিসাররা কোনও বিচার বিভাগীয় আধিকারিক বা কোন একটি রাজ্যকে পছন্দ নাই করতে পারে, তাই বলে সমগ্র বিচারপদ্ধতি নিয়ে যেই মারাত্মক অভিযোগ তোলা হয়েছে তা কখনই কাম্য নয়।

Supreme Court

আরও পড়ুন:ইতিহাস সৃষ্টি মোহনার! প্রথম মহিলা ‘তেজস পাইলট’ হয়ে বেনজির কীর্তি ভারতে, জয়জয়কার বিশ্বজুড়ে

এভাবে গোটা রাজ্যের বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টিকে স্ক্যান্ডেলাস (Scandalous) বা মানহানিকর বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। যেভাবে সিবিআই পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতের বিচারপতিদের নিয়ে প্রশ্ন তোলে সিবিআই এর সেই মনোভাবকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যাও দিয়েছেন বিচারপতি। তবে মামলা খারিজ করেনি শীর্ষ আদালত। সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু নিজেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর