অমুক ভান্ডারে টাকা বিলি করতে পারে, জেলা বিচারকদের বেতন দিতে কষ্ট, রাজ্যকে সুপ্রিম ভর্ৎসনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের উদ্দেশে বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মানুষকে বিনাশ্রমে অর্থ বিলি করার জন্য রাজ্যের (State Government) টাকার অভাব পড়েনা। কিন্তু বিচারকদের পাওনা মেটাতে গেলেই হাত শুন্য। জেলা আদালতের বিচারকদের বেতন এবং পেনশন ইস্যুতে মঙ্গলবার এই মন্তব্য করেছে শীর্ষ আদালত।

কটাক্ষ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে, যারা কাজ করে না, তাদের হাতে টাকা তুলে দেওয়ার বেলায় রাজ্যের কোষাগারে টাকার অভাব হয় না। কিন্তু জেলা আদালতের বিচারকদের বেতন এবং পেনশন দিতে যত সমস্যা। মন্তব্য করেন বিচারপতি বি আর গাভাই (Justice BR Gavai) ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসি (Justice Augustine George Masir)।

অবসরপ্রাপ্ত বিচারকদের পেনশন সংক্রান্ত বিষয়ে ২০১৫ সালে একটি মামলা দায়ের করে অল ইন্ডিয়া জাজেস্‌ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই রাজ্যগুলিকে তোপ সুপ্রিম কোর্টের। শুনানি চলাকালীন দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, “যাঁরা কোনও কাজ করেন না, তাদের জন্য রাজ্যগুলির টাকার অভাব হয় না। ভোট আসলেই লাডলি বহেনা বা অমুক ভান্ডার বা অন্য কোন নামে টাকা বিলিয়ে দিতে পারছে। দিল্লিতে কোনও একটি দল ঘোষণা করছে, তারা ক্ষমতায় এলে ২৫০০ টাকা করে দেবে।”

এই সময় অ্যাটর্নি জেনারেল জানান, বহু বছর ধরেই এই পেনশন সংক্রান্ত সমস্যাটি চলে আসছে। তবে টাকা বিলির ঘটনাকে এর সঙ্গে মিলিয়ে দেখা সঠিক হবে না। অ্যাটর্নি জেনারেলের প্রস্তাব, যদি কোনও রাজ্যের প্রকৃত অর্থেই আর্থিক সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে তা বিবেচনা করে দেখা উচিত।

Supreme Court

আরও পড়ুন: বড় খবর! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্ত! নির্দেশিকা জারি করল নবান্ন

বিচারপতির মন্তব্য, আর্থিক সংকট থাকলেও বিচার বিভাগীয় অফিসারদের বেতন এবং অবসরকালীন পাওনা মেটানোর জন্য সরকারকে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে। এর আগে গত বছরের মার্চেও হাই কোর্টের বিচারপতিদের পেনশনের ক্ষেত্রে কড়া পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। সেই সময় বলা হয়, জেলা বিচারকদের পেনশনের হার অত্যন্ত কম। এমনকি পরবর্তীকালে তারা পদোন্নতি পেয়ে উচ্চ আদালতে গেলেও সমস্যাটা থাকছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X