বাংলা হান্ট ডেস্কঃ ঐতিহাসিক! ৬৪ বছর পুরনো নিয়মে বদল আনল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণ থাকবে, এমনই ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতিবি আর গাভাই, যিনি বর্তমানে প্রধান বিচারপতির পদে রয়েছেন, তাদের নেতৃত্বে ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নয়া নজির গড়ল।
OBC সংরক্ষণে ঐতিহাসিক সিদ্ধান্ত | Supreme Court
উল্লেখ্য, এতদিন পর্যন্ত তফসিলি জাতি/উপজাতিরা সংরক্ষণ পেতেন সুপ্রিম কোর্টের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে। এবার সেই তালিকায় জুড়ল ওবিসি-রাও। এই প্রথম ওবিসি বিভাগের প্রার্থীদের এই নিয়োগের সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, নতুন সংরক্ষণ ব্যবস্থা পোস্ট ভিত্তিক হবে।
৬৪ বছর পুরনো নিয়ম পরিবর্তন
শারীরিকভাবে প্রতিবন্ধী, প্রাক্তন সৈনিক এবং মুক্তিযোদ্ধাদের উপর নির্ভরশীলদের জন্যও সংরক্ষণের সময়ে ভারত সরকারের জারি করা বিজ্ঞপ্তি এবং আদেশ অনুসারে কার্যকর করা হবে। উল্লেখ্য, ১৯৬১ সালের শীর্ষ আদালতের কর্মকর্তা ও কর্মচারী বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: স্কুলে গেলে টাকা দেবে কে? পেটের ভাত জোগাতে তাই ভরসা লোকাল ট্রেন! চোখে জল আনবে বিক্রমের কাহিনি
সংবিধানের ১৪৬(২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে কর্মকর্তা-কর্মচারী (চাকরি ও আচরণের শর্তাবলী) বিধিমালা ১৯৬১ সংশোধন করা হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। বলা হয়েছে , এসসি, এসটি, ওবিসি, দিব্যাঙ্গ, প্রাক্তন সৈনিক এবং স্বাধীনতা সংগ্রামীর উপর নির্ভরশীলদের জন্যও সংরক্ষণ সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের নিয়মগুলি শীর্ষ আদালতে কার্যকর করা হচ্ছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এই সংরক্ষণ ব্যবস্থা শুধুমাত্র কর্মচারী এবং কর্মকর্তা যেমন রেজিস্ট্রার, আদালত সহকারী, আদালত পরিচারক, গ্রন্থাগারিক পদের জন্য প্রযোজ্য হবে। কোনও ভাবেই এই ব্যবস্থা বিচারকদের জন্য প্রযোজ্য নয়।