‘মানবিক দিক দেখুন’, সোনালি প্রসঙ্গে কেন্দ্র-রাজ্যকে কড়া ইঙ্গিত সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court Seeks Full Records in Sonali Pushback Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের সোনালি বিবি ও তাঁর আট বছরের সন্তান ছ’মাস পর অবশেষে দেশে ফিরেছেন। কিন্তু এখনও বাংলাদেশে আটকে রয়েছেন তাঁর স্বামী দানিশ, পাইকরের তরুণী সুইটি এবং সুইটির দুই সন্তান। তাঁদের দেশে ফেরানোর দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠে সোনালিদের পুশব্যাক মামলাটি। সেখানেই তাঁদের দ্রুত ফিরিয়ে আনার আবেদন করেন সোনালির বাবা ভদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে।

সুপ্রিম কোর্টে (Supreme Court) জরুরি আলোচনা

এই মামলাটি শোনার সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি এম পাঞ্চোলি নিজেদের মধ্যে আলোচনা করেন। এর পরে রাজ্য, কেন্দ্র এবং মামলাকারী—তিন পক্ষের কাছেই সমস্ত নথি পেশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী ৬ জানুয়ারি মামলার সম্ভাব্য শুনানি হবে।

কী বলেছেন প্রধান বিচারপতি?

আদালতে প্রধান বিচারপতি সোনালির পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি প্রশ্ন করেন “সোনালি বিবিকে দেশে ফেরানো হয়েছে? তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়েছে? আর্থিক সাহায্য লাগবে কি?” এর পরেই তিনি বলেন, “যদি সোনালির আর্থিক সাহায্য প্রয়োজন হয়, রাজ্য ও কেন্দ্র যেন মানবিক দিক থেকে তা বিবেচনা করে।” রাজ্যের আইনজীবী কপিল সিবাল এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই কথায় সম্মতি জানান।

সঞ্জয় হেগড়ে আদালতে (Supreme Court) জানান, “একজন মহিলা এবং তাঁর শিশু এখনও বাংলাদেশে আটকে। তাঁদের সঙ্গে আরও দু’জন রয়েছেন। কেন্দ্রীয় সরকার দ্রুত ব্যবস্থা নিক।” বিচারপতিরা আলোচনার পর সমস্ত পক্ষকে তথ্য ও নথি জমা দিতে বলেন।

এ দিন আদালতে সলিসিটর জেনারেল অভিযোগ করেন, “একটি সংবাদমাধ্যম বিরূপ মতাদর্শ তৈরি করার চেষ্টা করছে। পুরো ঘটনাটিকে প্রভাবিত করা হচ্ছে।” প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলেন, “আমরা সংবাদপত্র পড়ার সময় পাই না। তবে বিচারাধীন কোনও বিষয়ে রানিং কমেন্ট্রি করা ঠিক নয়। অর্ধসত্য লেখার ফলে জটিলতা বাড়তে পারে।” এর উত্তরে কপিল সিবাল বলেন, “সারা বিশ্বেই সংবাদমাধ্যম মত প্রকাশ করে। পাল্টা মতাদর্শ থাকতেই পারে।”

Supreme Court orders daughters SC certificate will be available only on mother's identity

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল পার্থর আসল সম্পত্তির খতিয়ান! কী কী আছে? জানলে চমকে যাবেন

কীভাবে শুরু হয়েছিল বিতর্ক?

গত মে মাসে প্রশাসনের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালিদের। অনুপ্রবেশের সন্দেহে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে সোনালির বাবা অভিযোগ করে জানান “তাঁরা বাংলার বাসিন্দা। মেয়ের জন্মও বাংলায়। তাহলে কেন বাংলাদেশে পাঠানো হলো?” এই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্টে (Supreme Court)। ইতিমধ্যেই সোনালি ও তাঁর সন্তান দেশে ফিরেছেন, কিন্তু বাকিদের ফেরানো এখনও বাকি।