বাংলা হান্ট নিউজ ডেস্ক: যারা ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকে অনুসরণ করেন তারা জানবেন যে এক সময় ভারতীয় দলে সুরেশ রায়না (Suresh Raina) কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। ভারতের ২০১১ বিশ্বকাপ (ODI World Cup 2011) জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বেশ কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে থেকে নিজের অবসর ঘোষণা করে দিয়েছেন রায়না। এই মুহূর্তে তিনি গৌতম গম্ভীর, মুরলী বিজয়দের সাথে অংশ নিচ্ছেন লেজেন্ডস ক্রিকেট লিগে (LLC)।
এই লিখে ইন্ডিয়ান মহারাজাস দলের অংশ সুরেশ রায়না। এই লিগে ভারতের দলটি নিজেদের শেষ ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টস দলের কাছে খুবই ক্ষুদ্র ব্যবধানে হেরেছে। সেই ম্যাচে রায়না প্রশংসা জনক পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে তিনি ৪১ বলে ৪৯ রানের একটি ইনিংস খেলেছেন। এরপর তিনি বল হাতে এক ওভার হাত ঘড়ি এই বিপজ্জনক ক্রিস গেইলকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন, যিনি অর্ধশতরান করে ওয়ার্ল্ড জায়ান্টসদের জিততে সাহায্য করেছিলেন।
কিন্তু ২২ গজে নিজের পারফরম্যান্সের জন্য নয়, রায়না এরপর শিরোনামে এসেছেন তার একটি মন্তব্যের কারণে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে খোঁচা মেরে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত আফ্রিদিও এই মুহূর্তে লেজেন্ডস লিগেই ক্রিকেট খেলছেন এশিয়ান লায়ন্স দলের হয়ে।
রায়নাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই ম্যাচে এই দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছেন কিনা। প্রশ্নটা মজার ছলেই করা হয়েছিল এবং তার হাস্যকর জবাব দেন রায়না। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, “ভাই আমি সুরেশ রায়না শাহিদ আফ্রিদি নই আমি অবসর নিয়ে নিয়েছি মানে নিয়েই নিয়েছি।” তার এই বক্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
‘Suresh Raina Hu, Shahid Afridi Nahin’
Hilarious Reply From Mr. IPL @ImRaina #legendsleaguecricket #LLC2023 pic.twitter.com/GpV9uEa0wx
— Vaibhav Bhola (@VibhuBhola) March 15, 2023
প্রসঙ্গত ২০২০ সালে মহেন্দ্র সিংহ ধোনি যেদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, ঠিক একই দিনে সুরেশ রায়নাও অবসর ঘোষণা করেছিলেন। ক্রিকেটের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত না থাকলেও গত আইপিএল অকশনে তার নাম উঠেছিল। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে রাজি না হওয়ায় তিনি সব রকম ক্রিকেটকে বিদায় জানিয়ে বর্তমানে মূলত ধারাভাষ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।