T20-তে অনবদ্য, কিন্তু ব্যর্থ অন্য ফরম্যাটে! এবার ODI ও টেস্টে সাফল্য পেতে তিরূপতি দর্শন সূর্যকুমারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলে (Team India) একাধিক এমন তারকা ক্রিকেটার রয়েছেন যারা প্রতিটি ফরম্যাটেই নিজেকে অপরিহার্য বলে প্রমাণ করেছেন। উদাহরণ হিসেবে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজার নাম আমরা নিতে পারি। কিন্তু কেউ কেউ এমনও রয়েছে যারা শুধুমাত্র একটি বা বড়জোর দুটি ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব স্থাপন করতে পেরেছেন। কেউ এই ব্যাপারটি সহজভাবে মেনে নিয়েছেন, আবার কেউ এই ছোট্ট বৃত্ত ভেঙে বেরোনোর চেষ্টা করছেন।

এই তালিকার মধ্যে সবার ওপরে যার নাম আসবে, তিনি হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে তিনি নিজেকে ইতিমধ্যেই অপরিহার্য প্রমাণ করে দিয়েছেন। গত এক বছর ধরে তিনি এই ফরম্যাটে যে পারফরম্যান্স প্রদর্শন করেছেন, সেটিকে মহাজগতিক ছাড়া অন্য কিছু বলা যায় না। কিন্তু বাকি ফরম্যাটগুলিতে তার এই পারফরম‍্যান্সের ছিঁটেকোটাও দেখা যায়নি।

   

sad suryakumar yadav

কিন্তু নিজেকে ক্রমশ তিন ফরম্যাটের জন্য উপযুক্ত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সূর্যকুমার। এবার সেই উদ্দেশ্যেই অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালা মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন স্কাই। তার সঙ্গে দেখা গিয়েছে তার স্ত্রী দেবিকাকেও। অন্ধ্রপ্রদেশের এই বিখ্যাত মন্দিরটি গোটা বিশ্বের পুণ্যার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। শ্রী ভেঙ্কটেশ্বরের দর্শনের জন্য সবসময়ই এই অঞ্চলে পর্যটকদের ভিড় লেগেই থাকে।

গতবছর ক্রিকেটপ্রেমীরা দেখেছিলেন সৌভাগ্য ফেরানোর আশায় বিরাট কোহলি ধর্ম কর্মের উদ্দেশ্যে নানান পুণ্যতীর্থে ভ্রমণ করেছেন। তার সাথে সবসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী অনুস্কা। এর অনেক আগে একদম তরুণ বয়সে বিরাট কোহলি নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি এই সব বিষয়ে খুব একটা আগ্রহী নন। কিন্তু পরে নিজের পুরোনো অবস্থান থেকে সরে গিয়ে কাকতালীয় ভাবে ফর্মেও ফিরেছিলেন তিনি। তাই কি সূর্যকুমার যাদব এবার কোহলির দৃষ্টান্ত দেখে এই পথে হাঁটছেন? এই প্রশ্নের উত্তর আপাতত পাওয়া সম্ভব নয়।

সূর্যকুমার যাদব এই বছরও টি-টোয়েন্টি ফরম্যাটে দুরন্ত ছন্দে রয়েছেন। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্ষুদ্রতম ফরম্যাটে ২০২৩ সালে তার ব্যাট কথা বলেছে পরিচিত ছন্দে। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে গোটা ওডিআই সিরিজে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নিজের টি-টোয়েন্টি ফরম্যাটের ছন্দের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর