গজল গেয়ে অনুরাগীদের মন জিতলেন সুশান্ত, ভাইরাল পুরনো ভিডিও

বা‌ংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে।
তাঁর ছবি, গান, সংলাপের মাধ‍্যমেই ফিরে ফিরে আসছে অভিনেতার নানান স্মৃতি। এবার ভাইরাল হয়েছে সুশান্তের আরও একটি পুরনো ভিডিও। সেখানে অভিনেতাকে দেখা গিয়েছে গজল গেয়ে শোনাতে। বেশ আবেগের সঙ্গে গাইতে শোনা গিয়েছে অভিনেতাকে।

sushant singh rajput 1
ভিডিওটি পোস্ট হতেই ভইরাল হয়ে গিয়েছে। মাত্র দু দিনেই ১ লাখের ওপর ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, একাধিক গুণের অধিকারী ছিলেন সুশান্ত। এখানেও উঠেছে নেপোটিজম ও বলিউডকে বয়কট করার দাবি।

https://www.instagram.com/p/CBxdSUdpI8h/?igshid=5yodor5q2eep

প্রসঙ্গত, গত ১৪ জুন সকালে সুশান্তের বান্দ্রার ফ্ল‍্যাটে মেলে তাঁর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। ১৯৮৬ সালে বিহারের পূর্ণিয়া জেলার মালডিহাতে জন্ম সুশান্তের। প্রথমে পাটনার সেন্ট কারেনস হাই স্কুল ও পরে দিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। দিল্লি টেকনিক‍্যাল ইউনিভার্সিটিতে পড়েন মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ারিং।
ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত। AIEEE পরীক্ষায় সারা ভারতের মধ‍্যে সপ্তম স্থানে ছিলেন তীনি। পদার্থবিদ‍্যায় জাতীয় অলিম্পিয়াডও জেতেন অভিনেতা। কিন্তু কলেজের তৃতীয় বর্ষে থাকাকালীনই তিনি পড়াশোনা ছেড়ে দেন অভিনয় জগতে নিজের ভাগ‍্য পরীক্ষার জন‍্য।
অভিনয় জগতে নিজের কেরিয়ার বানানোর জন‍্য থিয়েটার ক্লাসে ভর্তি হন সুশান্ত। সেখানেই তাঁর ওপর চোখ পড়ে বালাজি টেলিফিল্মসের কাস্টিং টিমের। ‘কিস দেশ মে হ‍্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রীত চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। এরপরেই আসে তাঁর প্রথম ব্রেক। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত। এরপরেই ঘুরে যায় তাঁর কেরিয়ারের অভিমুখ।

https://youtu.be/-3Epr9kyE_A

২০১৩ সালে ‘কাই পো ছে’ ছবির মাধ‍্যমে বলিউডে পা রাখেন সুশান্ত। বক্স অফিসে ব‍্যাপক হিট হয় ছবিটি। এরপর একে একে ‘শুদ্ধ দেশি রোম‍্যান্স’, ‘ডিটেকটিভ ব‍্যোমকেশ বক্সী’, ‘এম এস ধোনি: দ‍্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করেন তিনি। ধোনির চরিত্রে অসাধারন মানিয়েছিল সুশান্তকে। তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ যা খুব শীঘ্রই মুক্তি পাবে অনলাইন প্ল‍্যাটফর্মে।

Niranjana Nag

সম্পর্কিত খবর