যে রাঁধে সে চুলও বাঁধে, ‘রাবণ’ ছবির গান গেয়ে জমিয়ে দিলেন ‘অপু’! ভাইরাল সুস্মিতার ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রীরা নাকি ভাল গান গাইতে পারেন না। বহুবার এমন অভিযোগ উঠেছে জনপ্রিয় নায়িকাদের বিরুদ্ধে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে খিল্লিও উড়েছে। এবার সেই সব ট্রোলের বিরুদ্ধেই উচিত জবাব দিলেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। ‘রাবণ’ এর গান গেয়ে মুগ্ধ করলেন তিনি নেটিজেনদের।

ভাল নামের থেকেও ‘অপু’ নামেই বেশি পরিচিত সুস্মিতা। মডেলিং জগৎ ছেড়ে জি বাংলার ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে পা রাখেন তিনি। প্রথম সিরিয়াল সুপারহিট হয়েছিল। অপরাজিতা অপু শেষ হওয়ার পর বেশিদিন বসেও থাকতে হয়নি সুস্মিতাকে। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’ এর মাধ‍্যমে আবারো টেলিভিশনের পর্দায় তিনি।

IMG 20220517 200410
তবে সুস্মিতা যে শুধুই রূপসী তা কিন্তু নয়। তিনি যথেষ্ট গুণীও। তাঁর গুণের পরিচয় সম্প্রতি পেয়েছে নেটিজেনরা। শুটিংয়ের ব‍্যস্ততার মাঝেই সময় বের করে সোশ‍্যাল মিডিয়ায় নানান ছবি, ভিডিও শেয়ার করেন সুস্মিতা। তেমনি এক ফাঁকে জিতের ‘রাবণ’ ছবির গান গেয়েও শুনিয়েছেন তিনি।

IMG 20220517 200343
রাবণ ছবির ‘কেউ জানে না’ গানটি ইতিমধ‍্যেই বেশ জনপ্রিয় হয়েছে। সেই গানটাই অনুরাগীদের গেয়ে শোনালেন সুস্মিতা। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল। সুস্মিতার মিষ্টি গলার প্রেমে পড়েছেন নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘তোমার গলা সত‍্যিই সেরা’। আবার কেউ প্রিয় গান সুস্মিতার কণ্ঠে শুনে আপ্লুত।

https://www.instagram.com/reel/CddkH37jb1a/?igshid=YmMyMTA2M2Y=

কার বৌমা চাকরি করবে তাই নিয়ে লড়াই চলে ‘বৌমা একঘর’ সিরিয়ালে। কিন্তু প্রোমো দেখে খুব একটা খুশি হননি নেটিজেনদের একাংশ। নিন্দুকদের মতে, সুস্মিতা নাকি বড্ড ‘ন‍্যাকা’! একজনের প্রশ্ন, ‘স্টার জলসাতে কি  নেকা অভিনেত্রী কম ছিলো যে একে আনতে হলো এবার গুনগুন আর এ মিলে তো নেকামিতে শেষ করে দেবে!’

প্রথম সপ্তাহে সেরা দশের টিআরপি তালিকায় জায়গাও করতে পারেনি বৌমা একঘর। অনেক কম পয়েন্ট পেয়েছিল সিরিয়ালটি। তবে এসব ট্রোলে অবশ‍্য কান দিচ্ছেন না সুস্মিতা। ভাল করে অভিনয় করাটাই তাঁর লক্ষ‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর