প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে, শেষমেষ সদ‍্যোজাত মেয়েকে রেখেই আলাদা হচ্ছেন সুস্মিতা সেনের ভাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাঁচানো গেল না সংসার। স্বপ্নেথ মতো বিয়ে, ফুলের মতো মেয়ের জন্মের পরেও আলাদা হয়ে যাচ্ছেন সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীব সেন (Rajeev Sen) ও তাঁর স্ত্রী চারু অসোপা (Charu Asopa)। ধুমধাম করে বিয়ে করেছিলেন দুজনে। সুস্মিতার দৌলতে সে বিয়ে বলিউডে চর্চাতেও উঠে এসেছিল। কিন্তু দাম্পত‍্য সুখের হল না। সদ‍্যোজাত মেয়েকে মাঝে রেখেই নিজের নিজের পথ আলাদা করছেন রাজীব চারু।

অনেকদিন ধরেই দুজনের মধ‍্যে অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। বিচ্ছেদের আইনি নোটিস পাঠিয়ে রাজীব দাবি করেছেন, তাঁর স্ত্রী চারু নিজের প্রথম বিয়ের কথা জানাননি। স্বামীর সব অভিযোগ অস্বীকার করে চারুর পালটা দাবি, সবটাই জানতেন রাজীব। শুধু তাই নয়, চারু যে অতীত ভুলে নিজের জোরে মুম্বইতে পরিচিতি বানিয়েছেন সেজন‍্য বাহবাও দিয়েছিলেন। এখন হঠাৎ করেই পালটি খেয়েছেন রাজীব।


আরো অভিযোগ রয়েছ রাজীবের। চারু জানিয়েছেন, তাঁকে বলা হয়েছে যে তিনি নাকি একজন ‘খারাপ মা’। কারণ তিনি রাজীবের আপত্তি সত্ত্বেও মেয়ে জিয়ানার ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন। রাজীব আপত্তি করেন কারণ তাঁর মতে, শিশুদের এতে নজর লেগে যায়। কিন্তু চারুর স্পষ্ট কথা, তিনি অমন কুসংষ্কারী নন। আর মেয়েকেও এমন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হতে দিতে চান না।

সংবাদ মাধ‍্যমকে চারু বলেন, নিজেদের ব‍্যক্তিগত জীবনের সমস‍্যাগুলো তিনি প্রকাশ‍্যে আনতে চাইনি। কিন্তু রাজীব যেভাবে তাঁর নামে মিথ‍্যে রটনা করছে তাতে তিনি বাধ‍্য হয়েছেন মুখ খুলতে। তিনিই বিচ্ছেদের পথে এগিয়েছেন বলেও জানান চারু। অন‍্যদিকে রাজীবের অভিযোগ, তাঁদের মধ‍্যে বিশ্বাসের অভাব রয়েছে, শিশুসুলভ ঝগড়া হয়।

অথচ চারুর পরিবারের লোকেরা নিজেদের মেয়েকে বোঝানোর চেষ্টাই করছেন না। চারুর প্রথম বিয়ের ব‍্যাপারটা গোপন রাখা হয়েছিল বলেও দাবি করেছেন রাজীব। বিয়ের তিন বছরের মধ‍্যে নাকি তিনি জানতেই পারেননি কিছু।

চারু জানান, তাঁর প্রথম বিয়ে হয় যখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। ২০০৭ এ বিয়ের পর ২০১৬ সালে আলাদা হয়ে যান চারু। দ্বিতীয় বিচ্ছেদের পর তিনি নিজে কাজ করে মেয়েকে মানুষ করবেন বলে জানান।

X