বড় খবরঃ আত্মসমর্পণ করলেন AAP এর কাউন্সিলর তাহির হুসেইন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আম আদমি পার্টির (AAP) প্রাক্তন কাউন্সিলর তথা দিল্লী হিংসায় আইবি অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) খুনে অভিযুক্ত এবং দাঙ্গার আগুনে ঘি ঢালায় অভিযুক্ত তাহির হুসেইন (Tahir Hussain) অবশেষে আত্মসমর্পণ করলেন।

তাহিরের আইনজীবী মুকেশ কালিয়া জানান, তিনি চীফ মেট্রোপটিন ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজার আদালতে আম আদমি পার্টি থেকে বহিষ্কৃত কাউন্সিলর আত্মসমর্পণের আবেদন দাখিল করেছেন।

 

সম্পর্কিত খবর

X