CAA দরকার, রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে: বিরোধী দলনেতা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও সমস্যায় পড়তে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তার একাধিক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা-সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। এবার ফের একবার বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে এলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবারের দূর্গা পূজায় বাংলাদেশ একটি বিষয় অপ্রীতিকর ঘটনা ঘটে। একটি পূজামণ্ডপে দেবীমুর্তির পায়ের তলায় পবিত্র কোরান রাখার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ।

দেশের প্রায় দশটি জেলাজুড়ে চলে ভাঙচুর। একদিকে যেমন ভেঙে দেওয়া হয় বিভিন্ন দুর্গাপুজার মন্ডপ এবং প্রতিমা। তেমনি আক্রমণ চালানো হয় বিভিন্ন মন্দিরেও। নোয়াখালীর ইসকন মন্দির ভাংচুরের সময় মারাও যান একজন সাধারণ নাগরিক। শুধু তাই নয়, বিভিন্ন জায়গার এই দাঙ্গায় আরো বেশ কয়েক জন নিহত হন। এই ঘটনার প্রতিবাদে এর আগেও সরব হয়েছিল কলকাতা। বিভিন্ন পূজা কমিটির তরফ থেকেও প্রতিবাদ জানানো হয়েছিল। আজ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয় এই ঘটনার প্রতিবাদে।

নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত এই মহা পদযাত্রায় গ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এই মিছিল থেকেই তিনি মন্তব্য করেন, “বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে।” তিনি আরও বলেন, “CAA দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।” একইসঙ্গে রাজ্যের শাসক দল কেন বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে সরব হন নি, সেই প্রতিবাদেও সরব হন তিনি। তিনি এও জানান ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন।

Suvendu Adhikari

এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ। তাদের অনেককেই দেখা যায় দেবদেবীর সাজে। খোল কর্তাল নিয়েও এই মিছিলে আওয়াজ তুলতে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ। এখন শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্য আগামী দিনে কি প্রভাব ফেলে নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর