অযোধ্যার পর এবার বাংলার বুকে তৈরি হবে রামমন্দির! দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ দিঘার বুকে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের মুখে। গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ার দিন ওই মন্দির খোলা হবে। এবার রামমন্দির (Ram Mandir) নিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলার বুকে রামমন্দির তৈরি হবে বলে জানালেন তিনি।

কোথায় তৈরি হবে রামমন্দির? জানালেন শুভেন্দু (Suvendu Adhikari)

অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি হয়েছে। সেই উপলক্ষ্যে বুধবার নন্দীগ্রামে জুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন একটি পদযাত্রায় শামিল হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। গেরুয়া পতাকা হাতে নন্দীগ্রাম ২ নং ব্লকের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির অবধি পদযাত্রা করেন তিনি। এরপরেই রামমন্দির নির্মাণের কথা ঘোষণা করেন।

এদিন পদযাত্রা শেষে মঞ্চে উঠে বেশ কিছু বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময়ই মন্দির তৈরির ঘোষণা করেন তিনি। শুভেন্দু জানান, আগামী রাম নবমীর (Ram Navami) দিন (৬ এপ্রিল) মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হবে। তার ঠিক এক বছরের মধ্যে তথা ২০২৬ সালের এপ্রিল মাসে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘উনি খেলা করেন, খেলাই করছেন’! মমতাকে নিয়ে বিস্ফোরক তিলোত্তমার বাবা! আর কী বললেন?

রামমন্দির কোথায় তৈরি হবে সেটাও জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক এদিন বলেন, হলদি নদীর পাড়ে নন্দীগ্রামের ১ নং ব্লকের সোনাচূড়া মৌজায় ওই মন্দির তৈরি হবে। প্রায় আড়াই বিঘা জমির ওপর ওই মন্দির নির্মিত হবে বলে ঘোষণা করেছেন তিনি।

Suvendu Adhikari

এদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে ‘মন্দিরের লড়াই’ শুরু হয়েছে বলে মত অনেকের! একদিকে দিঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির। এবার নন্দীগ্রামে রামমন্দির গড়ে তোলার ঘোষণা করলেন শুভেন্দু। তাতেই মাথাচাড়া দিয়েছে এই চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর