বাংলাহান্ট ডেস্ক : ‘মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না’, সম্প্রতি এমনই মন্তব্য করে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুদিন আগেই পহেলগাঁও সন্ত্রাসের পর কাশ্মীরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের উচ্চতম চেনাব রেলসেতু উদ্বোধন করে সন্ত্রাসবাদীদের কটাক্ষ করেছিলেন তিনি। কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করার ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে, এমনই মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যা বললেন তাতে শুরু হয়েছে বিতর্ক।
ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘কাশ্মীরে যেতে হলে জম্মুতে যান। যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। হিমাচল প্রদেশে যান। পুরো দেশ ঘোরা উচিত’। এরপরেই তিনি মন্তব্য করেন, ‘বাংলার মানুষদের বলছি, যেখানে মুসলিম বেশি, সেখানে যাবেন না। আগে প্রাণ, জীবন রক্ষা করুন। ছোট শিশু, দিদি, বোনদের রক্ষা করুন’।
কাশ্মীর যাওয়ায় নিষেধ: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই মন্তব্যের পরেই মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। হঠাৎ বিরোধী দলনেতার এহেন মন্তব্য কেন? ভিডিওটি শেয়ার করে কটাক্ষ শানিয়েছে রাজ্যের শাসক দলও।
আরো পড়ুন : VIP অতিথিদের জন্য ১০০ টি বিমান, ৩ টি ফ্যালকন জেট! অনন্ত অম্বানির বিয়েতে কত খরচ হয়েছিল জানেন?
কী বলল তৃণমূল: শুক্রবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বিরোধী দলনেতা পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করছেন। তাঁর এই ধরণের মন্তব্যে আমরা অত্যন্ত বিরক্ত। কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ তিনি আরও বলেন, বিরোধী দলনেতার এহেন মন্তব্যের দায় তাঁকে নিতে হবে।
আরো পড়ুন : TMC নেতার সঙ্গে গাড়িতেই “পার্টি”! ভিডিও ভাইরাল হতেই দলীয় নেত্রীর বিরুদ্ধে কড়া “অ্যাকশন” BJP-র
এই বিতর্কের মাঝে মুখ খুলেছে বিজেপিও। যদিও কোনও দ্বন্দ্বের অবকাশ না দিয়ে গেরুয়া শিবিরের নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ঠিক কোন প্রেক্ষিতে একথা বলেছেন তা তাঁর জানা নেই। কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে। পহেলগাঁওয়ের পর মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে শুভেন্দু অধিকারী কোন পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন তা তিনি জানেন না বলেই মন্তব্য করেন শমীক ভট্টাচার্য।