বাংলা হান্ট ডেস্ক : বছরের শুরুতেই রাম মন্দির নিয়ে বড়সড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এইদিন বিরোধী দলনেতা জানিয়েছেন নন্দীগ্রামের মানুষের জন্য রাম মন্দির দর্শনের ব্যবস্থা করবেন তিনি। যারা অযোধ্যায় রাম মন্দিরে (Ram Mandir) যেতে চান, কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নেই প্রতি মাসে সেরকম ১০০ জন মানুষের যাতায়তের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন শুভেন্দু অধিকারী।
গত রবিবার বছরের শেষ দিন নন্দীগ্রাম বজরং কমিটি আয়োজিত হনুমান পুজোয় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ভরা মঞ্চে বলেন, ‘রাম মন্দির দর্শনের জন্য গোটা দেশ থেকে ৭০০ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সেই সব ট্রেনে টিকিট কেটে উঠতে হবে। নন্দীগ্রামের যারা টিকিট কেটে রাম মন্দির দর্শনে যেতে পারবেন না তাদের মধ্যে প্রতি মাসে আমি ১০০ জন করে ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করে দেব।’
বিরোধী দলনেতার আরও জানিয়েছেন, ‘জানুয়ারি মাসের ২২ তারিখের পর থেকে নন্দীগ্রামে রাম মন্দির দর্শন কর্মসূচি শুরু হবে। যারা নিজেদের ক্ষমতায় যেতে পারবেন যাবেন, যারা পারবেন না তাদের জন্য শুভেন্দু অপনাদের সেবক আপনাদের সাথে আছে।’ এখানেই শেষ হয়নি শুভেন্দুর বক্তব্য। রাম মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করে তিনি বলেছেন, রাম মন্দির তৈরি হচ্ছে সনাতনীদের টাকায় কালচারাল সেন্টারের মত সরকারি টাকায় নয়।
আরও পড়ুন : উদ্বোধনের দিনই বোমা হামলার মুখে অযোধ্যার রাম মন্দির! হুমকি ই-মেইল ঘিরে শোরগোল
যদিও শুভেন্দুর এই বক্তব্যের পরপরই প্রশ্ন তুলেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘ওর বাড়িতে গিয়ে সিবিআই ইডি তল্লাশি করবে না কেন? আজকে ওর বাড়িতে তল্লাশি চালালে, সাড়ে ৩০০ কোটি টাকা উদ্ধার হবে। এত মানুষকে নিয়ে যাবে, এত টাকা কোথা থেকে আসবে। ইডি জানতে চাইবে না? ৫-৬ কোটি টাকা নিয়েছিল সুদীপ্ত সেনের থেকে।’